Nuclear Fuel Complex: নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সে আইটিআই অ্যাপ্রেন্টিস নিয়োগ, ২০৬ পদে জন্য শুরু আবেদন গ্রহণ
নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সে একাধিক পদে নিয়োগ করা হবে। ফিটার, টার্নার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিশিয়ান, মেসিনিস্ট, অ্যাটেড্যান্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট অপারেটর, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মোটর মেকানিক, স্টেনোগ্রাফার, ওয়েল্ডার, কার্পেন্টার, প্লামবার পদে এই সব নিয়োগ করা হবে।
নয়াদিল্লি: হায়দরাবাদে রয়েছে নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স (এনএফসি)। এই সংস্থার একটি শাখা রয়েছে তামিলনাড়ুর তুতিকোরিনে। সেখানে আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে ২০৬ জনকে নিয়োগ করা হবে। এ নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তুতিকোরিনের জিরকোনিয়াম কমপ্লেক্সে এই নিয়োগ করা হবে। এই পদে আবেদনের বিস্তারিত তথ্য উল্লেখিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সে একাধিক পদে নিয়োগ করা হবে। ফিটার, টার্নার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিশিয়ান, মেসিনিস্ট, অ্যাটেড্যান্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট অপারেটর, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মোটর মেকানিক, স্টেনোগ্রাফার, ওয়েল্ডার, কার্পেন্টার, প্লামবার পদে এই সব নিয়োগ করা হবে। এর মধ্যে কোন পদে কত জনকে নেওয়া হবে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এই সব আবেদনের জন্য দশম শ্রেণি এবং আইটিআই পাশ করতে হবে। নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্সের সিলেকশন কমিটি আবেদনকারীদের বাছাই করে নিয়োগ করবেন। আবেদন ইচ্ছুকদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোমোশন স্কিমের পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময় বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও আপলোড করতে হবে। ১৬ সেপ্টেম্বর থেকে এই সব পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের আগে এই লিঙ্কে ক্লিক করে দেখে নিন অফিসিয়াল বিজ্ঞপ্তি।