Recruitment in PNB : PNB -তে একাধিক পদে কর্মী নিয়োগ, ৩০ অগস্ট অবধি করা যাবে আবেদন

Recruitment in PNB : পঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্কে একাধিক পদে কর্মী নেওয়া হচ্ছে। ৩০ অগস্ট অবধি করা যাবে আবেদন।

Recruitment in PNB : PNB -তে একাধিক পদে কর্মী নিয়োগ, ৩০ অগস্ট অবধি করা যাবে আবেদন
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2022 | 8:45 AM

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরির সুযোগ। বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। একাধিক পদে নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্বন্ধে সকল বিস্তারিত তথ্য জেনে নিন।

পদের নাম :

ফায়ার সেফটি অফিসার (Fire Safety Officer) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ :

মোট ২৩ টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১১ টি অসংরক্ষিত, ৩ টি তফসিলি জাতি, ১ টি তফসিলি উপজাতি, ৬ টি ওবিসি ও ২ টি আসন আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :

এই পদের জন্য আবেদনকারীকে নাগপুরের এনএফএসসি থেকে বিই (ফায়ার) কোর্স করে থাকতে হবে বা AICTE/UGC অনুমোদিত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে ফায়ার টেকনোলজি/ ফায়ার ইঞ্জিনিয়ারিং / সেফটি নিয়ে চার বছরের স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে।

পদের নাম :

ম্যানেজার (সিকিউরিটি)

মোট শূন্যপদ :

৮০ টি পদের জন্য নিয়োগ করা হবে। এর মধ্যে ৩৩ টি অসংরক্ষিত, ১২ টি তফসিলি জাতি, ৬ টি তফসিলি উপজাতি, ২১ টি ওবিসি ও ৮ টি আসন আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :

AICTE/ UGC অনুমোদিত যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক পাস হতে হবে আবেদনকারীকে। এর পাশাপাশি সেনা, নৌসেনা বা বায়ুসেনায় আধিকারিক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :

এই দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ জুলাই অনুযায়ী ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণ নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে।

নিয়োগ পদ্ধতি :

প্রথমে আবেদনপত্র যাচাই করা হবে। তারপর লিখিত বা অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা পরখ করে নেওয়া হবে।

আবেদন পদ্ধতি :

অফলাইনেই করা যাবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন পত্র পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :

Chief Manager (Recruitment Section), HRD Division, Punjab National Bank, Corporate Office, Plot No-4, Sector-10, Dwarka, New Delhi-110075

আবেদন ফি :

SC/ST/PWD প্রার্থীদের ৫৯ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যান্য প্রার্থীদের ফি বাবদ ১০০৩ টাকা দিতে হবে।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন