SBI Recruitment 2023: ইন্টারভিউয়ের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় চাকরির দারুণ সুযোগ, এইভাবে করুন আবেদন
SBI Recruitment 2023: গত ১৫ জুন থেকে এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৬ জুলাই অবধি এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য় সুখবর। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এসবিআই-র তরফে জানানো হয়েছে, রিটায়ার্ড ব্যাঙ্ক অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
স্টেট ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, মোট ১৯৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ-
গত ১৫ জুন থেকে এই শূন্য়পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৬ জুলাই অবধি এই শূন্যপদে আবেদন করতে পারবেন।
শূন্যপদ-
এফএলসি কাউন্সিলর- মোট ১৮২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এফএলসি ডিরেক্টর- মোট ১২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
নির্বাচন পদ্ধতি-
ইন্টারভিউয়ের মাধ্য়মে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। মোট ১০০ নম্বরের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।