Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSC Recruitment 2023: ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির খোঁজ, এইভাবে করুন আবেদন

Career New: কোথায়, কীভাবে আবেদন করবেন জেনে নিন। কী হবে পরীক্ষার পদ্ধতি।

SSC Recruitment 2023: ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরির খোঁজ, এইভাবে করুন আবেদন
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 10:41 AM

নয়া দিল্লি: সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) বা এসএসসি-র তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer) পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in – এ গিয়ে আবেদন জানাতে পারেন।

এসএসসির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখার স্নাতকরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন।

শূন্যপদ-

মোট ১৩২৪টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করার শেষ তারিখ-

গত ২৬ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১৬ অগস্ট।

পরীক্ষার দিন-

আগামী ২৩ অক্টোবর এই শূন্যপদে নিয়োগের পরীক্ষা হবে।

নির্বাচন পদ্ধতি-

কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ভিত্তিতে যোগ্য় প্রার্থীদের বেছে নেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

প্রথমেই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in – এ ক্লিক করতে হবে।

এবার হোমপেজে রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে।

এবার একটি নতুন লগ ইন পেজ খুলে যাবে।

এরপরে নিজের নাম রেজিস্টার করতে হবে।

এবার আবেদন পত্র পূরণ করুন

এরপরে আবেদন ফি জমা দিন, তাহলেই ফর্ম সাবমিট হয়ে যাবে।