AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WBBSE 10th Results: জানেন এখন কত নম্বর পেলে মাধ্যমিকে পাস!

WBBSE 10th Results: মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। প্রথম ১০-র কৃতি তালিকায় রয়েছে মোট ৫৭ জন।

WBBSE 10th Results: জানেন এখন কত নম্বর পেলে মাধ্যমিকে পাস!
মাধ্যমিকে কততে পাস?Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: May 02, 2024 | 11:37 AM
Share

কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার ৮০ দিন পর প্রকাশিত হল মাধ্যমিকের ফল।  মোট ৯ লক্ষ ১২ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। প্রথম ১০-র কৃতি তালিকায় রয়েছে মোট ৫৭ জন।

মাধ্যমিকে পাস করতে কত নম্বর লাগে?

কৃতি তালিকা তো হল, মাধ্যমিকে পাস করতে কত নম্বরের প্রয়োজন হয় জানেন? মোট ৭০০ নম্বরের পরীক্ষা হয়। মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, মাধ্যমিকে উত্তীর্ণ হতে ন্যূনতম ২৫ শতাংশ নম্বর পেতে হয়। অর্থাৎ একজন মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ১৭৫ নম্বর প্রয়োজন।

এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় হয়েছেন পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। তৃতীয় হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম থেকে পুস্পিতা বাঁসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল, ইলমবাজার। নৈঋত রঞ্জন পাল, দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

মাধ্যমিকের রেজাল্ট দেখে নিন এক ক্লিকে-