জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই মাধ্যমিকের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। সকাল ঠিক ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবেন। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর ৯ টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে সেই রেজাল্ট। এছাড়া TV9 বাংলার ওয়েবসাইটেও রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থীরা। এবার পরীক্ষার্থীর সংখ্যা এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩। র মধ্যে ৩,৯৬,২৭৬ জন ছাত্র এবং ৪,৭৯,৮৩৭ জন ছাত্রী ছিল।
কোচবিহার রামঘোলা স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন এবছর মাধ্যমিকে প্রথম। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ১ থেকে ১০-এর মধ্য়ে রয়েছে মোট ৫৭ জন।
সাত দফায় ভোট হচ্ছে রাজ্য়ে। কোন দফায় কোন কেন্দ্রে ভোট, সেই তথ্য আগেই প্রকাশ্যে এসেছে। তবে মাধ্যমিকের ফলের নিরিখে, কে পিছিয়ে পড়ল জেনে নিন।
বিস্তারিত পড়ুন: ভোট শেষ হওয়ার আগেই ফল, কোন কেন্দ্র টেক্কা দিল মাধ্যমিকে
ফল প্রকাশের পরই উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন ।
তোমাদের আগামী দিনগুলি সাফল্যমন্ডিত হোক, এই প্রার্থনা করি।— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2024
মাধ্যমিক পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ হলো আজ। নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৮৬.৩% । সমস্ত সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমাদের ভবিষ্যৎ সোনালী হোক, কৃতী হও তোমরা। বাংলা, দেশ ও দশের মুখ উজ্জ্বল করো।
— Bratya Basu (@basu_bratya) May 2, 2024
কেবল মেধাবী নয়, চন্দ্রচূড় অত্যন্ত সুবক্তা। তার বলা প্রত্যেক কথা অত্যন্ত মন নিয়ে শুনতে ইচ্ছা হবে। প্রত্যেকটা শব্দ ভাবাতে বাধ্য করবে। সকাল থেকেই চন্দ্রচূড়ের বাড়িতে ছিল একটা উৎকন্ঠা। প্রথম দশে যে ছেলে থাকবেই, তা নিশ্চিত ছিল, কিন্তু উৎকন্ঠা ছিল স্থান নিয়েই।
বিস্তারিত পড়ুন: ‘কৌতুহল তোমাকে শেখাবে’, কেবল মেধায় নয়, মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়ের কথাতেই মুগ্ধ গোটা বাংলা
এবার টিভি ৯ বাংলার ওয়েবসাইট থেকেই দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট। এক ক্লিকেই দেখে নিন নিজের রেজাল্ট-
এ বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহারের রামভোলা হাইস্কুলের চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯ শতাংশ নম্বর পেয়েছেন চন্দ্রচূড়। দেখে নিন প্রথম দশের তালিকা।
প্রথম হয়েছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। প্রাপ্ত নম্বর ৬৯৩।
দ্বিতীয় হয়েছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। প্রাপ্ত নম্বর ৬৯২।
তৃতীয় স্থান পেয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ। বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈরিত পাল। প্রাপ্ত নম্বর ৬৯১।
৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন,
AA পেয়েছে ৯ হাজার ৯৬১ জন, A+ পেয়েছে ২৪ হাজার ৬৪৩
জন, A পেয়েছে ৮৩ হাজার ৮০৭ জন।
পর্ষদ সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জনের নাম। দক্ষিণ ২৪ পরগনার ৮ জন, দক্ষিণ দিনাজপুরের ৭ জন, পূর্ব বর্ধমানের ৭ জন, পূর্ব মেদিনীপুরের ৭ জন, বাঁকুড়ার ৪ জন, বীরভূমের ৩ জন, উত্তর ২৪ পরগনার ২ জন, হাওড়ার ১ জন, মালদহের ৪ জন, পশ্চিম মেদিনীপুরের ৪ জন, কোচবিহারের ২ জন, হুগলি থেকে ২ জন, নদিয়ার ২ জন, হাওড়ার ১ জন, ঝাড়গ্রামের ১ জন, কলকাতার ১ জন, পুরুলিয়ার ১ জন, উত্তর দিনাজপুরের ১ জন।
এবার মাধ্যমিকে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি।
পাশের হার ৮৬.৩১ শতাংশ।
পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় কলকাতা ও চতুর্থ পশ্চিম মেদিনীপুর।
৪৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২ জন পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়নি।
৮০ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে।
এবার মাধ্যমিকে পাশ করেছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন।
৫১ হাজার ৮৩৮ জন এক্সামিনার ছিলেন।
প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ছিল।
সাংবাদিকদের মুখোমুখি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামাণুজ গঙ্গোপাধ্যায়। ২০২৪-এর মাধ্যমিকের ফল ঘোষণা করছেন তিনি।
সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইটের পাশাপাশি TV9 বাংলার ওয়েবসাইট থেকেও জানা যাবে ফলাফল। কীভাবে দেখবেন, জেনে নিন-
কিছুক্ষণের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ, এই লিঙ্কে ক্লিক করে দেখুন নিজের রেজাল্ট
শুধুমাত্র ওয়েবসাইট নয়, হাতে মার্কশিট পাওয়ার আগে অ্যাপ থেকেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হয়েছে অ্যাপগুলির নাম। আজই সেগুলি ডাউনলোড করে নিতে পারেন মোবাইল ফোনে। বৃহস্পতিবার সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে সেই অ্যাপগুলিতে দেখা যাবে ফলাফল। পর্ষদ থেকে প্রকাশিত নোটিসে তিনটি অ্যাপের নাম লেখা হয়েছে- Madhyamik Results 2024, Fastresult ও https://iresults.net/wbbse-app। প্লেস্টোর থেকেই এগুলি ডাউনলোড করা যাবে।
৯.৪৫ মিনিট থেকে TV9 বাংলার ওয়েবসাইটে নিজের রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারবেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেও মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।