WBBSE Class 10 Result 2024: মাধ্যমিকের ফলাফলে আজ এরাই ‘তারা’, ছবিতে চিনে নিন সাম্যপ্রিয়, অরুণিমা, সোমদত্তাদের

WBBSE Class 10 Result 2024: এবার মাধ্যমিকে পাশ করেছে মোট ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। অর্থাৎ পাশের হার ৮৬.৩১ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ। অর্থার সেই হার বেড়েছে কিছুটা। মোট ৪৬ জনের পরীক্ষা বাতিল হয়েছে, আর ২ জনের ফলাফল প্রকাশ হয়নি।

| Updated on: May 02, 2024 | 2:29 PM
কোচবিহার রামঘোলা স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন এবছর মাধ্যমিকে প্রথম। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। বায়োলজি ভালো লাগে সবচেয়ে বেশি। তারপর পদার্থবিদ্যা, রসায়ন। সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছা চন্দ্রচূড়ের। তারপর জয়েন্ট এন্ট্রাস দিয়ে ডাক্তারি পড়া।

কোচবিহার রামঘোলা স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন এবছর মাধ্যমিকে প্রথম। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। বায়োলজি ভালো লাগে সবচেয়ে বেশি। তারপর পদার্থবিদ্যা, রসায়ন। সায়েন্স নিয়েই পড়ার ইচ্ছা চন্দ্রচূড়ের। তারপর জয়েন্ট এন্ট্রাস দিয়ে ডাক্তারি পড়া।

1 / 10
পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু মাধ্যমিকে দ্বিতীয় স্থান পেয়েছে। অধ্যাবসায়ই তাঁকে সাফল্য এনে দিয়েছে। টেস্টের পর থেকে দিনে ১০ ঘণ্টা করে পড়াশোনা করত সে।

পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু মাধ্যমিকে দ্বিতীয় স্থান পেয়েছে। অধ্যাবসায়ই তাঁকে সাফল্য এনে দিয়েছে। টেস্টের পর থেকে দিনে ১০ ঘণ্টা করে পড়াশোনা করত সে।

2 / 10
তৃতীয় স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নৈঋত পাল। মোট তিনজন রয়েছে তৃতীয় স্থানে। বালুরঘাটের উদয়ন প্রসাদ ও বীরভূমের পুস্পিতা বাঁসুরি ৬৯১ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নৈঋত পাল। মোট তিনজন রয়েছে তৃতীয় স্থানে। বালুরঘাটের উদয়ন প্রসাদ ও বীরভূমের পুস্পিতা বাঁসুরি ৬৯১ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

3 / 10
বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ রয়েছে তৃতীয় স্থানে। বাবা উমেশ প্রসাদ সিপিএমের সর্বক্ষণের কর্মী(হোলটাইমার) হিসেবে কাজ করেন। দল থেকে সামান্য মাসিক ভাতা পেয়ে থাকেন। তা দিয়েই কোনও রকমে দিন যাপন করতে হয় এই পরিবারকে।

বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ রয়েছে তৃতীয় স্থানে। বাবা উমেশ প্রসাদ সিপিএমের সর্বক্ষণের কর্মী(হোলটাইমার) হিসেবে কাজ করেন। দল থেকে সামান্য মাসিক ভাতা পেয়ে থাকেন। তা দিয়েই কোনও রকমে দিন যাপন করতে হয় এই পরিবারকে।

4 / 10
৬৯০ পেয়ে মাধ্যমিকে চতুর্থ স্থান পেয়েছে তপজ্যোতি মণ্ডল। সে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র। মেধাতালিকায় একজনই রয়েছে চতুর্থ স্থানে।

৬৯০ পেয়ে মাধ্যমিকে চতুর্থ স্থান পেয়েছে তপজ্যোতি মণ্ডল। সে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র। মেধাতালিকায় একজনই রয়েছে চতুর্থ স্থানে।

5 / 10
পঞ্চম স্থানে রয়েছে বর্ধমানের অর্ঘ্যদীপ বসাক। পূর্বস্থলী এক ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙা নুসরতপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের পরীক্ষার্থী সে।  পঞ্চম স্থান অধিকার করেছে। পঞ্চম স্থানেও রয়েছে একজনই।

পঞ্চম স্থানে রয়েছে বর্ধমানের অর্ঘ্যদীপ বসাক। পূর্বস্থলী এক ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙা নুসরতপুর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের পরীক্ষার্থী সে। পঞ্চম স্থান অধিকার করেছে। পঞ্চম স্থানেও রয়েছে একজনই।

6 / 10
৬৮৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাইস্কুলের ছাত্র কৌস্তভ মাল। এছাড়াও সপ্তম স্থানে রয়েছে আলেখ্য মাইতি, ইন্দ্রানী চক্রবর্তী, দেবজ্যোতি ভট্টাচার্য, সুপম কুমার রায়, আরত্রিক শ, সাত্যদা দে, অর্পিতা ঘোষ, আবৃত্তি ঘটক ও আসিফ কামাল।

৬৮৭ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাইস্কুলের ছাত্র কৌস্তভ মাল। এছাড়াও সপ্তম স্থানে রয়েছে আলেখ্য মাইতি, ইন্দ্রানী চক্রবর্তী, দেবজ্যোতি ভট্টাচার্য, সুপম কুমার রায়, আরত্রিক শ, সাত্যদা দে, অর্পিতা ঘোষ, আবৃত্তি ঘটক ও আসিফ কামাল।

7 / 10
মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে নীলাঙ্কন মণ্ডল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৪। বাড়ি হুগলির পাণ্ডুয়া স্টেশন রোডের বালিহাট্টা এলাকায়। মহাকাশের নিয়ে গবেষণা করতে চায় নীলাঙ্কন।

মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে নীলাঙ্কন মণ্ডল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৪। বাড়ি হুগলির পাণ্ডুয়া স্টেশন রোডের বালিহাট্টা এলাকায়। মহাকাশের নিয়ে গবেষণা করতে চায় নীলাঙ্কন।

8 / 10
৬৮৫ অর্থাৎ ৯৭ শতাংশ নম্বর পেয়ে নবম স্থান পেয়েছে বাঁকুড়ার অরুণিমা চট্টোপাধ্যায়। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী সে। অরুণিমা ছাড়াও নবম স্থানে রয়েছে রৌণক ঘোষ, অস্মিতা চক্রবর্তী, বিশাল চন্দ্র মণ্ডল, আমিনুল ইসলাম, চন্দ্রদীপ দাস, অন্বেষা ঘোষ, ধৃতিমান পাল,  সায়ক শাসমল, সাগর জানা, সাগ্নিক ঘটক, জিষ্ণু দাস, ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত, সায়নদীপ মান্না, অরণ্য দেব বর্মন।

৬৮৫ অর্থাৎ ৯৭ শতাংশ নম্বর পেয়ে নবম স্থান পেয়েছে বাঁকুড়ার অরুণিমা চট্টোপাধ্যায়। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী সে। অরুণিমা ছাড়াও নবম স্থানে রয়েছে রৌণক ঘোষ, অস্মিতা চক্রবর্তী, বিশাল চন্দ্র মণ্ডল, আমিনুল ইসলাম, চন্দ্রদীপ দাস, অন্বেষা ঘোষ, ধৃতিমান পাল, সায়ক শাসমল, সাগর জানা, সাগ্নিক ঘটক, জিষ্ণু দাস, ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত, সায়নদীপ মান্না, অরণ্য দেব বর্মন।

9 / 10
৬৮৪ নম্বর পেয়ে মাধ্যমিকে দশম স্থান পেয়েছে সৌমদত্তা সামন্ত। কলকাতা থেকে একমাত্র সোমদত্তাই স্থান পেয়েছে মেধাতালিকায়। কমলা গার্লস হাইস্কুলের ছাত্রী সে। এছাড়া দশম স্থানে রয়েছে ভৌমি সরকার,  বিশাল মণ্ডল, সৌভিক দত্ত,  অনীষ কোনার, মৌর্য্য পাল,  অর্ণব দাস, সম্পূর্ণা তাহ,  নীলঙ্কন মণ্ডল, সৌমিক খাঁ,  সৌমদীপ মণ্ডল। অগ্নিভ পাত্র, সম্পদ পাড়িয়া, ঋতম দাস, শুভ্রকান্তি জানা, ঈশান বিশ্বাস, স্বর্ণালী ঘোষ,  প্রাঞ্জল গাঙ্গুলি।

৬৮৪ নম্বর পেয়ে মাধ্যমিকে দশম স্থান পেয়েছে সৌমদত্তা সামন্ত। কলকাতা থেকে একমাত্র সোমদত্তাই স্থান পেয়েছে মেধাতালিকায়। কমলা গার্লস হাইস্কুলের ছাত্রী সে। এছাড়া দশম স্থানে রয়েছে ভৌমি সরকার, বিশাল মণ্ডল, সৌভিক দত্ত, অনীষ কোনার, মৌর্য্য পাল, অর্ণব দাস, সম্পূর্ণা তাহ, নীলঙ্কন মণ্ডল, সৌমিক খাঁ, সৌমদীপ মণ্ডল। অগ্নিভ পাত্র, সম্পদ পাড়িয়া, ঋতম দাস, শুভ্রকান্তি জানা, ঈশান বিশ্বাস, স্বর্ণালী ঘোষ, প্রাঞ্জল গাঙ্গুলি।

10 / 10
Follow Us:
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্
Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?