AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AB De Villiers: ২২ গজে কোন টিমের ক্যাপ্টেন হয়ে ম্যাজিক দেখাতে ফিরছেন মিস্টার ৩৬০ ডিগ্রি?

WCL: আজ, ২৮ জানুয়ারি। প্রোটিয়া প্রাক্তন তারকা এবি ডি ভিলিয়ার্সের বয়স ৪০ বছর ৩৪৬ দিন। দীর্ঘদিন পর ফের বাইশ গজে দেখা যাবে এবিডির ব্যাটিং ধামাকা। গত কয়েকদিন ধরে প্রোটিয়া তারকার বাইশ গজে কামব্যাক নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। এ বার এবিডি নিজেই জানিয়ে দিলেন, কবে এবং কোন টিমের হয়ে তাঁর ২২ গজে প্রত্যাবর্তন হবে।

| Updated on: Jan 28, 2025 | 3:50 PM
Share
এক ভিডিয়ো বার্তায় এবি ডি ভিলিয়ার্সকে বলতে শোনা যায়, 'বছর চারেক আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। মনে হয়েছিল, সেই বয়সে আমি আর খেলব না।' (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

এক ভিডিয়ো বার্তায় এবি ডি ভিলিয়ার্সকে বলতে শোনা যায়, 'বছর চারেক আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। মনে হয়েছিল, সেই বয়সে আমি আর খেলব না।' (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

1 / 8
এবিডি সেখানেই থেমে থাকেননি। একইসঙ্গে তিনি বলেন, 'অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আর আমার ছেলেরা এ বার ক্রিকেট খেলতে শুরু করেছে। আমরা বাগানে মাঝে মাঝেই ক্রিকেট খেলি। আর সেই সময়ই আমার মনে হয়েছে এখনও আমার মধ্যে সেই খেলার আগুনটা জ্বলছে।' (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

এবিডি সেখানেই থেমে থাকেননি। একইসঙ্গে তিনি বলেন, 'অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। আর আমার ছেলেরা এ বার ক্রিকেট খেলতে শুরু করেছে। আমরা বাগানে মাঝে মাঝেই ক্রিকেট খেলি। আর সেই সময়ই আমার মনে হয়েছে এখনও আমার মধ্যে সেই খেলার আগুনটা জ্বলছে।' (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

2 / 8
প্রোটিয়া প্রাক্তন তারকা এবি ডি ভিলিয়ার্স ফের বাইশ গজে ফিরছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমি আবার জিমে যাওয়া শুরু করেছি। নেটে প্র্যাক্টিস করছি। অনেক ভাবনাচিন্তা করার পর আমি ঠিক করেছি এ বছরের জুলাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের হয়ে খেলব।' (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

প্রোটিয়া প্রাক্তন তারকা এবি ডি ভিলিয়ার্স ফের বাইশ গজে ফিরছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমি আবার জিমে যাওয়া শুরু করেছি। নেটে প্র্যাক্টিস করছি। অনেক ভাবনাচিন্তা করার পর আমি ঠিক করেছি এ বছরের জুলাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের হয়ে খেলব।' (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

3 / 8
দ্য গেম চেঞ্জার্স স্কোয়াডে অতীতে দেখা গিয়েছে জ্যাক কালিস, হার্শল গিবস, ডেইল স্টেইন ও ইমরান তাহিরকে। এ বার সেখানে এবি ডি ভিলিয়ার্সের যোগ দেওয়া মানে এই স্কোয়াড আরও বিধ্বংসী হয়ে উঠল। (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

দ্য গেম চেঞ্জার্স স্কোয়াডে অতীতে দেখা গিয়েছে জ্যাক কালিস, হার্শল গিবস, ডেইল স্টেইন ও ইমরান তাহিরকে। এ বার সেখানে এবি ডি ভিলিয়ার্সের যোগ দেওয়া মানে এই স্কোয়াড আরও বিধ্বংসী হয়ে উঠল। (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

4 / 8
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস হল একটি টি-২০ টুর্নামেন্ট, যেখানে অবসর নেওয়া ক্রিকেটাররা খেলেন। এ বার সেই টুর্নামেন্টের গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সদের ব্যাটন দেখা যাবে এবিডির হাতে। (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস হল একটি টি-২০ টুর্নামেন্ট, যেখানে অবসর নেওয়া ক্রিকেটাররা খেলেন। এ বার সেই টুর্নামেন্টের গেম চেঞ্জার্স সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্সদের ব্যাটন দেখা যাবে এবিডির হাতে। (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

5 / 8
দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন এবিডি। এ ছাড়া ২২৮টি ওডিআই এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। টেস্ট, ওডিআই ও টি-২০ এই তিন ফর্ম্যাটে এবিডির রানের প্রাপ্তি যথাক্রমে - ৮৭৬৫, ৯৫৭৭, ১৬৭২। এ ছাড়া টেস্টে তিনি ২টি উইকেট নিয়েছেন। আর ওডিআইতে নিয়েছেন ৭টি উইকেট। (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন এবিডি। এ ছাড়া ২২৮টি ওডিআই এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন তিনি। টেস্ট, ওডিআই ও টি-২০ এই তিন ফর্ম্যাটে এবিডির রানের প্রাপ্তি যথাক্রমে - ৮৭৬৫, ৯৫৭৭, ১৬৭২। এ ছাড়া টেস্টে তিনি ২টি উইকেট নিয়েছেন। আর ওডিআইতে নিয়েছেন ৭টি উইকেট। (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

6 / 8
উল্লেখ্য, আইপিএলে আরসিবি ছাড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে অতীতে খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ১৮৪টি ম্যাচ খেলেছেন তিনি। তাতে করেছেন ৫১৬২ রান। রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৪০টি হাফসেঞ্চুরি। (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

উল্লেখ্য, আইপিএলে আরসিবি ছাড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে অতীতে খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ১৮৪টি ম্যাচ খেলেছেন তিনি। তাতে করেছেন ৫১৬২ রান। রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৪০টি হাফসেঞ্চুরি। (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

7 / 8
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবিডির ব্যাটিংয়ের বেশ কয়েকটি ভিডিয়ো ঘোরাফেরা করার সময় অনেকে মনে করছিলেন তিনি ফিরতে চলেছেন আরসিবি টিমে। হয়তো তাঁকে কোচিংয়ের দায়িত্বে দেখা যাবে। এ কথাও অনেকেই বলছিলেন। এ বার আর এ বিষয়ে কোনও ধোঁয়াশা রইল না। (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবিডির ব্যাটিংয়ের বেশ কয়েকটি ভিডিয়ো ঘোরাফেরা করার সময় অনেকে মনে করছিলেন তিনি ফিরতে চলেছেন আরসিবি টিমে। হয়তো তাঁকে কোচিংয়ের দায়িত্বে দেখা যাবে। এ কথাও অনেকেই বলছিলেন। এ বার আর এ বিষয়ে কোনও ধোঁয়াশা রইল না। (ছবি-এবি ডি ভিলিয়ার্স এক্স)

8 / 8