Jasprit Bumrah: রুট-কামিন্সদের পিছনে ফেলে আইসিসির বর্ষসেরা জসপ্রীত বুমরা

ICC Men’s Test Cricketer of the Year: বর্ডার-গাভাসকর ট্রফি না জেতার বড় আক্ষেপ ছিল অজি অধিনায়ক প্যাট কামিন্সের। এত বছরের কেরিয়ারে অবশেষে সেই স্বাদ পেয়েছেন। তাতেও অবশ্য আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান জুটল না। টেস্ট ক্রিকেটে গত বছর ধারাবাহিকতায় সকলের থেকে অনেকটা এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরা। তিনিই আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতলেন।

| Updated on: Jan 27, 2025 | 4:36 PM
বর্ডার-গাভাসকর ট্রফি না জেতার বড় আক্ষেপ ছিল অজি অধিনায়ক প্যাট কামিন্সের। এত বছরের কেরিয়ারে অবশেষে সেই স্বাদ পেয়েছেন।

বর্ডার-গাভাসকর ট্রফি না জেতার বড় আক্ষেপ ছিল অজি অধিনায়ক প্যাট কামিন্সের। এত বছরের কেরিয়ারে অবশেষে সেই স্বাদ পেয়েছেন।

1 / 8
তাতেও অবশ্য আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান জুটল না। টেস্ট ক্রিকেটে গত বছর ধারাবাহিকতায় সকলের থেকে অনেকটা এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরা।

তাতেও অবশ্য আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মান জুটল না। টেস্ট ক্রিকেটে গত বছর ধারাবাহিকতায় সকলের থেকে অনেকটা এগিয়ে ছিলেন জসপ্রীত বুমরা।

2 / 8
শুধু যে প্যাট কামিন্স কিংবা বুমরাই ভালো পারফর্ম করেছেন তা নয়। টেস্টে গত বছর অনেকেই ধারাবাহিকতা দেখিয়েছেন। বিশেষ করে বলতে হয় জো রুট, হ্যারি ব্রুকের মতো দুই ব্যাটারের কথাও।

শুধু যে প্যাট কামিন্স কিংবা বুমরাই ভালো পারফর্ম করেছেন তা নয়। টেস্টে গত বছর অনেকেই ধারাবাহিকতা দেখিয়েছেন। বিশেষ করে বলতে হয় জো রুট, হ্যারি ব্রুকের মতো দুই ব্যাটারের কথাও।

3 / 8
আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাই। ক্রিকেট যে শুধুই ব্যাটারদের দাপট নয়, সেটাই যেন প্রমাণ করলেন।

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাই। ক্রিকেট যে শুধুই ব্যাটারদের দাপট নয়, সেটাই যেন প্রমাণ করলেন।

4 / 8
গত বছর টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে ছিলেন জসপ্রীত বুমরা। তাঁর কাছে পিচ-পরিস্থিতি-প্রতিপক্ষ কোনওটাই অন্তরায় নয়। ফিট থাকলে বুমরা অন্য স্তরের।

গত বছর টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে ছিলেন জসপ্রীত বুমরা। তাঁর কাছে পিচ-পরিস্থিতি-প্রতিপক্ষ কোনওটাই অন্তরায় নয়। ফিট থাকলে বুমরা অন্য স্তরের।

5 / 8
দেশের মাটিতে মূলত ব্যাটিং কিংবা স্পিন সহায়ক পিচেই খেলে থাকে ভারতীয় দল। তাতেও অবশ্য দুর্দান্ত বোলিং করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্ট সিরিজই যেন তার প্রমাণ।

দেশের মাটিতে মূলত ব্যাটিং কিংবা স্পিন সহায়ক পিচেই খেলে থাকে ভারতীয় দল। তাতেও অবশ্য দুর্দান্ত বোলিং করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে গত টেস্ট সিরিজই যেন তার প্রমাণ।

6 / 8
সব মিলিয়ে গত বছর ৭১টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। গড় চমকে দেওয়ার মতোই। মাত্র ১৪.৯২! লাল-বলে কতটা বিধ্বংসী ছিলেন এর থেকেই পরিষ্কার।

সব মিলিয়ে গত বছর ৭১টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। গড় চমকে দেওয়ার মতোই। মাত্র ১৪.৯২! লাল-বলে কতটা বিধ্বংসী ছিলেন এর থেকেই পরিষ্কার।

7 / 8
২০১৮ সালে বিরাট কোহলির পর প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান জসপ্রীত বুমরার । আইসিসির স্বীকৃতি নিয়ে বলছেন, 'আমি খুবই সম্মানিত। টেস্ট ক্রিকেট বরাবরই হৃদয় দিয়ে খেলি। আর তার স্বীকৃতি পাওয়াটা খুবই আনন্দের।' সব ছবি: PTI FILE

২০১৮ সালে বিরাট কোহলির পর প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান জসপ্রীত বুমরার । আইসিসির স্বীকৃতি নিয়ে বলছেন, 'আমি খুবই সম্মানিত। টেস্ট ক্রিকেট বরাবরই হৃদয় দিয়ে খেলি। আর তার স্বীকৃতি পাওয়াটা খুবই আনন্দের।' সব ছবি: PTI FILE

8 / 8
Follow Us:
ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
ডিপসিকে রক্তস্নান করল আমেরিকার শেয়ার বাজার, হাহাকার দালাল স্ট্রিটেও!
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
কিঞ্জল নন্দ সিনেমা থেকে পয়সা পাচ্ছে সরকার ব্যবস্থা নেবে না?: সৌগত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
টেলিভিশনের প্রাইম টাইমে গণতন্ত্র রেজাল্ট বেরোয় না: ঋতব্রত
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত