Smriti Mandhana: দ্বিতীয় বার, মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে বর্ষসেরা স্মৃতি মান্ধানা

ICC Women’s ODI Cricketer of the Year: কেরিয়ারে দ্বিতীয় বার। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ফের আইসিসির বর্ষসেরা প্লেয়ারের পুরস্কার জিতলেন স্মৃতি মান্ধানা। ভারতে মেয়েদের ক্রিকেটের মুখ বলা যায় স্মৃতিকে। তিন ফরম্যাটেই দাপট দেখিয়েছেন। টেস্ট খেলার সুযোগ অবশ্য খুব কম এসেছে। তবে টি-টোয়েন্টি, ওয়ান ডে-তে দুর্দান্ত খেলেছেন। ওয়ান ডে ফরম্যাটে আইসিসির সেরার স্বীকৃতিও পেলেন।

| Updated on: Jan 27, 2025 | 5:41 PM
কেরিয়ারে দ্বিতীয় বার। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ফের আইসিসির বর্ষসেরা প্লেয়ারের পুরস্কার জিতলেন স্মৃতি মান্ধানা।

কেরিয়ারে দ্বিতীয় বার। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে ফের আইসিসির বর্ষসেরা প্লেয়ারের পুরস্কার জিতলেন স্মৃতি মান্ধানা।

1 / 8
ভারতে মেয়েদের ক্রিকেটের মুখ বলা যায় স্মৃতিকে। তিন ফরম্যাটেই দাপট দেখিয়েছেন। টেস্ট খেলার সুযোগ অবশ্য খুব কম এসেছে।

ভারতে মেয়েদের ক্রিকেটের মুখ বলা যায় স্মৃতিকে। তিন ফরম্যাটেই দাপট দেখিয়েছেন। টেস্ট খেলার সুযোগ অবশ্য খুব কম এসেছে।

2 / 8
টি-টোয়েন্টি, ওয়ান ডে-তে দুর্দান্ত খেলেছেন। দেশকে নেতৃত্বও দিয়েছেন। ওয়ান ডে ফরম্যাটে আইসিসির সেরার স্বীকৃতিও পেলেন।

টি-টোয়েন্টি, ওয়ান ডে-তে দুর্দান্ত খেলেছেন। দেশকে নেতৃত্বও দিয়েছেন। ওয়ান ডে ফরম্যাটে আইসিসির সেরার স্বীকৃতিও পেলেন।

3 / 8
এর আগে ২০১৮ সালেও মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে আইসিসির বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন স্মৃতি মান্ধানা।

এর আগে ২০১৮ সালেও মেয়েদের ওয়ান ডে ক্রিকেটে আইসিসির বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন স্মৃতি মান্ধানা।

4 / 8
গত বছর ওয়ান ডে ফরম্যাটেও বিধ্বংসী ফর্মে ছিলেন স্মৃতি। ৫৭.৪৬ ব্যাটিং গড়ে ৭৪৭ রান করেছেন ভারতের এই অভিজ্ঞ ওপেনার। রান এবং সেঞ্চুরির দিক থেকে সকলের থেকে এগিয়ে বছর শেষ করেছিলেন।

গত বছর ওয়ান ডে ফরম্যাটেও বিধ্বংসী ফর্মে ছিলেন স্মৃতি। ৫৭.৪৬ ব্যাটিং গড়ে ৭৪৭ রান করেছেন ভারতের এই অভিজ্ঞ ওপেনার। রান এবং সেঞ্চুরির দিক থেকে সকলের থেকে এগিয়ে বছর শেষ করেছিলেন।

5 / 8
স্মৃতির সঙ্গে এই পুরস্কারের লড়াইয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার লরা উলফার্ট, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড এবং গত বারের জয়ী শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার চামারি আতাপাত্তু।

স্মৃতির সঙ্গে এই পুরস্কারের লড়াইয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার লরা উলফার্ট, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড এবং গত বারের জয়ী শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার চামারি আতাপাত্তু।

6 / 8
কেরিয়ারের দ্বিতীয় বার এই সম্মান নিয়ে স্মৃতি মান্ধানা বলছেন, 'নিঃসন্দেহে এটা দারুণ সম্মানের। ২০১৮ সালে যখন প্রথম বার এই পুরস্কার জিতি, আমার কাছে বিশেষ মুহূর্ত ছিল।'

কেরিয়ারের দ্বিতীয় বার এই সম্মান নিয়ে স্মৃতি মান্ধানা বলছেন, 'নিঃসন্দেহে এটা দারুণ সম্মানের। ২০১৮ সালে যখন প্রথম বার এই পুরস্কার জিতি, আমার কাছে বিশেষ মুহূর্ত ছিল।'

7 / 8
এ বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপও রয়েছে। স্মৃতির লক্ষ্য সেটাও। এই পুরস্কার যে আরও ভালো খেলার তাগিদ জোগাবে, জানাতে ভুললেন না স্মৃতি। সব ছবি : PTI FILE

এ বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপও রয়েছে। স্মৃতির লক্ষ্য সেটাও। এই পুরস্কার যে আরও ভালো খেলার তাগিদ জোগাবে, জানাতে ভুললেন না স্মৃতি। সব ছবি : PTI FILE

8 / 8
Follow Us:
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
'অর্পিতার সঙ্গে গল্প করা, পাশে বসিয়ে...' কেন বললেন সজল?
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
তৃণমূল আর অমূলের কোনও ব্যাপার নেই, যদি কেউ অন্যায় করে থাকে...: ফিরহাদ
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
গতকাল 'রক্তাক্ত হয়েছে' আমেরিকা, আজ তার প্রভাবে নেমেছে ভারতের বাজারও!
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
ফাঁসি চাওয়া-না চাওয়া তিলোত্তমার বাবা-মায়ের ওপর নির্ভর করে না: কল্যাণ
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
বাম কংগ্রেসকে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান সুকান্তর
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
কেন সঞ্জয়ের মৃত্যু চাইছেন না তিলোত্তমার মা-বাবা?
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত
Tathagata Roy: 'রাজ্য সভাপতি শুভেন্দুই', সিলমোহর দিলেন তথাগত
বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, আজ সত্যিটা বলেই দিলেন কিঞ্জল নন্দ
বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড়, আজ সত্যিটা বলেই দিলেন কিঞ্জল নন্দ
নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?