AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ITC Hotels Share Market Listing: ITC থেকে বিচ্ছেদ, এখন কত টাকায় লিস্টিং হবে ITC Hotels, জানেন?

ITC Hotels, NSE, BSE: দালাল স্ট্রিটের প্রত্যাশিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম আইটিসি হোটেলসের শেয়ারের লিস্টিং। সাধারণত এই লিস্টিং ডিমার্জ হওয়ার ৬০ দিনের মধ্যেই হতে পারে। তবে বিশেষজ্ঞ মহল মনে করছে এই সব ঘটনার আগেই ২৯ জানুয়ারি হয়তো লিস্টিং হবে আইটিসি হোটেলস।

ITC Hotels Share Market Listing: ITC থেকে বিচ্ছেদ, এখন কত টাকায় লিস্টিং হবে ITC Hotels, জানেন?
| Updated on: Jan 28, 2025 | 11:14 PM
Share

আইটিসির বাকি ব্যবসা থেকে আলাদা হয়ে গিয়েছে তাদের হোটেল ব্যবসা। ২০২৫ সালের ৬ জানুয়ারি বহু প্রতীক্ষিত এই বিচ্ছেদ ঘটে। কিন্তু ডিমার্জ হলেও এখনও শেয়ার বাজারে লিস্টিং হয়নি এই ব্র্যান্ডের। দালাল স্ট্রিটের প্রত্যাশিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম আইটিসি হোটেলসের শেয়ারের লিস্টিং। সাধারণত এই লিস্টিং ডিমার্জ হওয়ার ৬০ দিনের মধ্যেই হতে পারে। তবে সামনে বাজেট থাকায় ও ৬ ফেব্রুয়ারি আইটিসির তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশের দিন থাকায় বিশেষজ্ঞ মহল মনে করছে এই সব ঘটনার আগেই ২৯ জানুয়ারি হয়তো লিস্টিং হবে আইটিসি হোটেলস।

নুভামা রিসার্চ আশা করছে আইটিসি হোটেলসের শেয়ার ২০০ টাকার কাছাকাছি দামে বাজারে তালিকাভুক্ত হবে। এবং তাদের আরও আশা এই ব্যবসার মার্কেট ক্যাপিটালাইজেশন হবে প্রায় ৪২ হাজার কোটি টাকা।

ডিমার্জের পর আইটিসি হোটেলসের শেয়ারের দামে একটা সামঞ্জস্য নিয়ে আসার জন্য ৬ জানুয়ারি একটি বিশেষ প্রি-ওপেন ট্রেডিং সেশন রাখা হয়। এনএসই এবং বিএসই-তে আইটিসির শেয়ারের দামে ২৬ থেকে ২৭ টাকা পতন দেখা যায় ও দুই এক্সচেঞ্জেই আইটিসির শেয়ারের দাম গিয়ে দাঁড়ায় প্রায় ৪৫৫ টাকায়।

এই সেশনটি আইটিসি হোটেলের শেয়ারহোল্ডারদের জন্য মনে রাখার মতো একটি তারিখ। যে সব বিনিয়োগকারীরা আইটিসিতে তাদের হোল্ডিংয়ের ভিত্তিতে আইটিসি হোটেলের শেয়ার পাবেন, তাদের প্রাপ্ত শেয়ারও এখানে বরাদ্দ করা হয়েছিল। অফিশিয়ালি লিস্টিংয়ের অনেক আগেই আইটিসি তাদের এই শেয়ার বরাদ্দ, শেয়ারের মূল্য নির্ধারণ সহ সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নিয়েছে।

আইটিসি হোটেলসের লিস্টিং শুধুমাত্র বিনিয়োগকারীদের জন্যই পজেটিভ হবে এমন নয়। এই লিস্টিংয়ের ফলে আইটিসি হোটেলস মর্গ্যান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ও ফাইন্যান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জের মতো গ্লোবাল ইনডেক্সে থাকবে।