Cricket Bizarre: আহত ফিল্ডার, ব্যাটার আউট; এমন রান আউট দেখেছেন! রইল ভিডিয়ো
Cricket Match Incident: ভালো সময় হঠাৎই আতঙ্কের হয়ে দাঁড়ায়। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচে এরকম ঘটনাই দেখা গেল। ব্যাটার দুর্দান্ত সুইপ শট করেছিলেন। তবে এই শটেই অদ্ভুত রান আউট। মাথায় বলের আঘাতে আহত হন ফিল্ডারও।
![Cricket Bizarre: আহত ফিল্ডার, ব্যাটার আউট; এমন রান আউট দেখেছেন! রইল ভিডিয়ো Cricket Bizarre: আহত ফিল্ডার, ব্যাটার আউট; এমন রান আউট দেখেছেন! রইল ভিডিয়ো](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Batter-run-out-after-ball-hits-fielders-helmet-and-ricochets-to-stumps-watch-Video.jpg?w=1280)
ক্রিকেট ম্যাচে প্রতিটি ব্যাটারই নিখুঁত টাইমিংয়ে শট খেলার চেষ্টা করেন। রান তোলাই প্রধান লক্ষ্য। ক্রিজে সময় কাটানোর পাশাপাশি বড় রানেই নজর থাকে। তবে মাঝে মাঝে ভাল শটও আউট করে দিতে পারে! ভালো সময় হঠাৎই আতঙ্কের হয়ে দাঁড়ায়। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচে এরকম ঘটনাই দেখা গেল। ব্যাটার দুর্দান্ত সুইপ শট করেছিলেন। তবে এই শটেই অদ্ভুত রান আউট। মাথায় বলের আঘাতে আহত হন ফিল্ডারও।
দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে একটি যুব টেস্ট ম্যাচের ঘটনা। অদ্ভুত এবং ভয় পাওয়ার মতোই ঘটনা। আউটের হতাশাই শুধু নয়, আতঙ্কের পরিস্থিতিও। সবাইকে উদ্বিগ্ন করে তুলেছিল একটি শট। একটি সুইপ শট দুই দলকেই সমস্যায় ফেলেছে। শটটি খেলেছিলেন ইংল্যান্ডের ব্যাটার আর্য সাওয়ন্ত। এটি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ঘটনা। সাওয়ান্তের সঙ্গে কেসনা ফ্রান্সেসকো ক্রিজে ছিলেন। বোলিংয়ে ১৬ বছরের বাঁ-হাতি স্পিনার জেসন রাওয়েলস।
হেলমেট আঘাতের পর ব্যাটসম্যান রান আউট
রাউলসের ওভারের চতুর্থ ডেলিভারি। ডানহাতি ব্যাটার সাওয়ান্ত সুইপ শট খেলেন। শর্ট লেগে ছিলেন জরিচ ভ্যান শালভিক। ব্যাটার সুইপ করার সঙ্গেই নিজেকে রক্ষা করতে মাথা নীচু করেন। তাতেও লাভ হয়নি। বল লাগে তাঁর হেলমেটে। এরপরই তা গিয়ে লাগে উইকেটে। ব্যাটার বাইরে ছিলেন। রানআউট হন। সাওয়ান্ত কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কার্যত ভ্যাবাচ্যাকা পরিস্থিতিতে পড়েন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা সেলিব্রেশনে মাতেন।
সেলিব্রেশন অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। তাদের নজরে আসে সতীর্থ ফিল্ডার মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে। সকলেই তাঁর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। স্বাভাবিক ভাবেই সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত মেডিক্যাল টিম মাঠে ঢোকে। দেখা যায় আঘাত গুরুতর নয়। এটিই স্বস্তির বিষয় ছিল। কিছুক্ষণের জন্য অবশ্য পরিস্থিতি সঙ্গীন হয়ে উঠেছিল।
The first and last time you’ll see a run out like this… @collinsadam pic.twitter.com/ZIEFI8s1Te
— Brent W (@brentsw3) January 28, 2025
![সকালবেলা এই ৫ ভুল করলেই তাড়াতাড়ি হবেন বুড়ো! সকালবেলা এই ৫ ভুল করলেই তাড়াতাড়ি হবেন বুড়ো!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/5-morning-habits-that-will-make-anyone-70-year-old.jpg?w=670&ar=16:9)
![সময়ের অপচয় করলে জীবনে কী ঘনিয়ে আসে? নিম করোলি বাবা বললেন... সময়ের অপচয় করলে জীবনে কী ঘনিয়ে আসে? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-Baba-says-that-dont-waste-your-time-properly-use-it.jpg?w=670&ar=16:9)
![পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে... পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-happens-if-people-eat-Onion-and-Garlic-know-from-expert.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Here-are-5-smoothie-detox-to-ease-period-cramps-naturally.jpg?w=670&ar=16:9)
![রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়? রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-does-mean-of-covering-the-tulsi-plant-at-night.jpg?w=670&ar=16:9)
![স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের? স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/According-to-Chanakya-Niti-know-the-ideal-age-gap-between-husband-and-wife-to-achieve-happy-married-life.jpg?w=670&ar=16:9)