AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: টিভিতে জনপ্রিয় ক্রাইম শো দেখেই ফন্দি? বন্ধুকে খুনে পরতে-পরতে রহস্য

Hooghly: মৃত অভিষেকের দিদি সবিতা পাশোয়ান বলেন, "আমার ভাই খুব ভাল ছিল।রেশন দোকানে কাজ করত আবার কলেজে পড়ত। সেই কাজ নিয়ে দু'জনের মধ্যে বিবাদ হয়। সুজল সারাদিন টিভিতে অপরাধমূলক শো দেখত। আমার একটাই ভাই ছিল। তাকে যে মেরেছে তার ফাঁসি চাই।"

Hooghly: টিভিতে জনপ্রিয় ক্রাইম শো দেখেই ফন্দি? বন্ধুকে খুনে পরতে-পরতে রহস্য
অভিযুক্ত যুবকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 17, 2025 | 7:54 PM
Share

রিষড়া: বন্ধুকে ছুরি মেরে খুন। রিষড়ায় যুবক খুনের ঘটনায় ধৃতকে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ।একটি পুকুর থেকে উদ্ধার হল ভোজালি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সব সময় টিভিতে দেখত অপরাধমূলক শো। তা দেখেই খুনের ছক কি না খতিয়ে দেখছে পুলিশ।

গত ১৪ই জানুয়ারি ভরসন্ধ্যায় রিষড়াতে খুন হয় কলেজ পড়ুয়া অভিষেক পাশোয়ান। সেদিন রাতেই অভিষেকের দিদি রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ খুনের নির্দিষ্ট ধারায় মামলা রজু করে তদন্ত শুরু করে। ১১ই ফেব্রুয়ারি রিষড়া পিএল মুখার্জি রোড থেকে সুজল সাউ (২২) নামে এক যুবককে গ্রেফতার করে রিষড়া থানার পুলিশ। শ্রীরামপুর মহকুমা আদালত পেশ করলে, অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আজ দুপুরে অভিযুক্তকে নিয়ে গিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ করে পুলিশ।ধৃতের দেখানো মত পাশের একটি পুকুর থেকে উদ্ধার হয় ধারাল ভোজালি।

মৃত অভিষেকের দিদি সবিতা পাশোয়ান বলেন, “আমার ভাই খুব ভাল ছিল।রেশন দোকানে কাজ করত আবার কলেজে পড়ত। সেই কাজ নিয়ে দু’জনের মধ্যে বিবাদ হয়। সুজল সারাদিন টিভিতে অপরাধমূলক শো দেখত। আমার একটাই ভাই ছিল। তাকে যে মেরেছে তার ফাঁসি চাই।”

পুলিশ সূত্রে খবর, অভিষেক আর সুজল বন্ধু ছিল। সুজল একটা রেশন দোকানে কাজ করত সেই কাজ তার চলে যায়। তখন অভিষেক যে দোকানে কাজ করত সেই দোকানে কিছুদিন কাজ দেখে দেয়। সে সময় অভিষেক তার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। কয়েকদিন পর সে আবার কাজে যোগ দিলে সুজলের কাজটা চলে যায়। সুজল অভিষেককে বলে তার কাজের দরকার। অভিষেক তাকে একটা কাজ দেখে দেবে বলে। যে কয়দিন সুজল কাজ করেছিল তার পয়সাও পায়ই। ঘটনার দিন অভিষেক যখন কাজ করে ফিরছিল বাড়ির কাছেই পিছন থেকে ভোজালি দিয়ে মেরে খুন করে বলে অভিযোগ। তারপর এলাকা থেকে চম্পট দেয়।

পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ফোনের টাওয়ার লোকেশান দেখে ২৮ দিন পর সুজলকে গ্রেফতার করে। সোমবার খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে।