মোনালিসার হাসি এবার আরও দামি, তৈরি হল বড় পরিকল্পনা
Mona Lisa: লুভর মিউজিয়ামের যাদুঘরের ডিরেক্টর লরেন্স ডেস কার্স সম্প্রতি মিউজিয়ামের দুর্বল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপরই ফ্রান্সের সরকার পদক্ষেপ করেছে। সংস্কারের পরিকল্পনাও করা হয়েছে।
![মোনালিসার হাসি এবার আরও দামি, তৈরি হল বড় পরিকল্পনা মোনালিসার হাসি এবার আরও দামি, তৈরি হল বড় পরিকল্পনা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Large-image-Mona-Lisa.jpg?w=1280)
প্যারিস: একেই বলা হয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বা দুর্মূল্য ‘হাসি’। মোনালিসার সেই হাসি দেখতে ফ্রান্সের প্যারিসের লুভর মিউজিয়ামে ভিড় হয় বহু মানুষের। সেখানেই সংরক্ষণ করা হয়েছে মোনা লিসার ছবিটি। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ফ্রান্সে যান শুধুমাত্র ওই হাসির টানে। তবে এখন সেই ছবিটি আরও নিরাপদে রাখার জন্য একটি নতুন পরিকল্পনা করেছে।
এবার থেকে ছবিটি দেখতে গেলে আপনাকে আরও কিছুটা টাকা খরচ করতে হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ লুভর মিউজিয়াম সংস্কারের জন্য একটি দুর্দান্ত পরিকল্পনা করেছেন। তিনি চান, লিওনার্দো দা ভিঞ্চি-র আঁকা এই বিশেষ ছবি ‘মোনালিসা’র জন্য মিউজিয়ামে একটি পৃথক ঘর নির্মাণ করা হবে।
আসলে মিউজিয়ামের সংস্কার করা হচ্ছে। আর সেই প্রজেক্টে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মিউজিয়ামের ভিতরে ভূগর্ভস্থ কক্ষ নির্মাণ করা হবে। পাশাপাশি শিন নদী থেকে প্রবেশ করার একটি দরজা থাকবে।
তবে এই সংস্কারে কত খরচ পড়ছে, সে ব্যাপারে কিছু জানাননি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। তবে বোঝাই যাচ্ছে, এই প্রজেক্টে কয়েক লক্ষ ইউরো ব্যয় হবে আর এই কাজ সম্পূর্ণ করতে কয়েক বছর সময়ও লাগবে।
লুভর মিউজিয়ামের যাদুঘরের ডিরেক্টর লরেন্স ডেস কার্স সম্প্রতি মিউজিয়ামের দুর্বল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এরপরই ফ্রান্সের সরকার পদক্ষেপ করেছে। সংস্কারের পরিকল্পনাও করা হয়েছে।
পিরামিড আকারের কাচের প্রবেশদ্বারের জন্য বিশেষভাবে পরিচিত এই মিউজিয়াম। ১৯৮৯ সালে এটি খোলা হয়। তবে বর্তমানে এই গেট কাজে লাগছে না। এখানে নেই কোনও রেস্ট রুম, নেই রেস্তোঁরা। তাই এটি সংস্কার করা প্রয়োজন।
![পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে... পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-happens-if-people-eat-Onion-and-Garlic-know-from-expert.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Here-are-5-smoothie-detox-to-ease-period-cramps-naturally.jpg?w=670&ar=16:9)
![রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়? রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-does-mean-of-covering-the-tulsi-plant-at-night.jpg?w=670&ar=16:9)
![স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের? স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/According-to-Chanakya-Niti-know-the-ideal-age-gap-between-husband-and-wife-to-achieve-happy-married-life.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন... পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premanand-Maharaj-says-when-women-not-to-enter-at-kitchen.jpg?w=670&ar=16:9)
![বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি? বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Beef.jpg?w=670&ar=16:9)