AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Explained, DeepSeek R1 AI: ডিপসিক কী? চিনা AI-এ কেন কাঁপছে আমেরিকা? ভারতে কী প্রভাব?

Chinese AI: চিনের একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ডিপসিক মাত্র ১ সপ্তাহ আগেই লঞ্চ করেছে R1 নামক তাদের একটি এআই মডেল। আর তার ধাক্কায় হাহাকার ওয়াল স্ট্রিটে। তবে কি AI-এর যুদ্ধে জিতে যাচ্ছে চিন? টেক অ্যানালিস্টরা বলছেন ডিপসিক R1 চ্যাট জিপিটির মতো একই লেভেলের পারফর্ম করছে।

Explained, DeepSeek R1 AI: ডিপসিক কী? চিনা AI-এ কেন কাঁপছে আমেরিকা? ভারতে কী প্রভাব?
| Updated on: Jan 29, 2025 | 10:22 PM
Share

ইলেকট্রনিক গ্যাজেট থেকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, সর্বত্র নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করার পর এবার ড্রাগনের দেশের নজরে কৃত্রিম বুদ্ধিমত্তা। চিনের একটি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংস্থা ডিপসিক মাত্র ১ সপ্তাহ আগেই লঞ্চ করেছে R1 নামক তাদের একটি এআই মডেল। চিনা হেজ ফান্ড সংস্থা হাই ফ্লায়ারের মালিকানাধীন এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটির কারণে ধাক্কা খেয়েছে সিলিকন ভ্যালি, গত দু-এক দিনে গোটা বিশ্বের নজর নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে এই ডিপসিক। শেয়ার বাজার থেকে ‘উধাও’ হয়ে গেল কয়েক বিলিয়ন ডলার! ২৪ জানুয়ারি শুক্রবার বাজার বন্ধের সময় S&P 500 সূচক ৬,১০০ পয়েন্টে বন্ধ হয়। সেই সূচক ২৭ জানুয়ারি সকালে খোলে ৫,৯৬৯ পয়েন্টে, যা প্রায় ২.১৬ শতাংশ পতন। দিনের শেষে দেখা যায় সামান্য...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন