AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাকিস্তানি ISI এজেন্ট কংগ্রেস নেতার স্ত্রী? আদালতে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা

Himanta Biswa Sarma: কংগ্রেস নেতা তথা সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্ন। সম্প্রতিই বিজেপি দাবি করে, এলিজাবেথ ভারতীয় নাগরিক নন। এরপরই বিতর্কের শুরু।

পাকিস্তানি ISI এজেন্ট কংগ্রেস নেতার স্ত্রী? আদালতে যাচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা
গৌরব গগৈয়ের স্ত্রীকে নিয়ে মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার।Image Credit: X
| Updated on: Feb 17, 2025 | 8:50 AM
Share

গুয়াহাটি: কংগ্রেস নেতা গৌরব গগৈর স্ত্রী পাকিস্তানের গুপ্তচর সংস্থার এজেন্ট? বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গত সপ্তাহেই তিনি এই দাবি করেছিলেন। পাল্টা জবাবে গৌরব গগৈও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে গৌরবের আইনি পদক্ষেপ করার আগেই আইনি পথে হাঁটছেন অসমের মুখ্যমন্ত্রী। জানালেন, শীঘ্রই আদালতে যাওয়ার কথা ভাবছে অসম সরকার।

কংগ্রেস নেতা তথা সাংসদ গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্ন। সম্প্রতিই বিজেপি দাবি করে, এলিজাবেথ ভারতীয় নাগরিক নন। বিজেপির মুখপাত্র কিশোর উপাধ্যায় দাবি করেন, এলিজাবেথ পাকিস্তানের পরিকল্পনা কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছেন। জর্জ সোরসের সংস্থার সঙ্গেও তাঁর যোগ রয়েছে।

প্রথমে মজাচ্ছলেই বিজেপির এই আক্রমণের জবাব দিয়েছিলেন গৌরব গগৈ। তিনি বলেছিলেন, “আমার স্ত্রী যদি আইএসআই এজেন্ট হয়, তাহলে আমি র-এর এজেন্ট”। বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। কংগ্রেসের তরফে জানানো হয়, এমন অপপ্রচার করে গৌরব ও তাঁর স্ত্রীর চরিত্রহননের চেষ্টা করছে। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এবার তার পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন যে অসম সরকারও আইনের পথে হাঁটবে। গৌরব গগৈয়ের স্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার জন্য সিট গঠন করা হবে।