Tata Motors: ২২ শতাংশ পড়ে গেল আয়! নতুন বছরে বড় ধাক্কা খেল টাটার এই সংস্থা
Tata Motors: কিন্তু কেন এমন পতন ঘটল? বিশেষজ্ঞদের ধারণা, জাগুয়ার ল্যান্ড রোভার সংস্থা যা আদতে টাটা মোটরসের অন্তর্গত। সেই সংস্থার বিক্রিতে পতনের জেরেই প্রভাব পড়েছে মূল আয়ে। শুধু তাই নয়, এই আয়ের পতনে কিন্তু জাগুয়ারের দোসর হয়েছে টাটার দেশীয় গাড়ির ব্যবসাও।
![Tata Motors: ২২ শতাংশ পড়ে গেল আয়! নতুন বছরে বড় ধাক্কা খেল টাটার এই সংস্থা Tata Motors: ২২ শতাংশ পড়ে গেল আয়! নতুন বছরে বড় ধাক্কা খেল টাটার এই সংস্থা](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Tata.jpg?w=1280)
কলকাতা: টাটার শঙ্কা। অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে মুখ পুড়ল টাটা গ্রুপের অন্যতম সংস্থা টাটা মোটরসের। ২২ শতাংশ পড়ে গেল মুনাফা।
গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে ৭ হাজার কোটি টাকা মুনাফা গড়েছিল টাটা মোটরস। কিন্তু বছর ঘুরতেই যেন বিপত্তি। তৃতীয় ত্রৈমাসিকে এক ধাক্কায় ২২ শতাংশ পড়ে আয় দাঁড়াল ৫ হাজার ৪৫১ কোটি টাকায়।
কিন্তু কেন এমন পতন ঘটল? বিশেষজ্ঞদের ধারণা, জাগুয়ার ল্যান্ড রোভার সংস্থা যা আদতে টাটা মোটরসের অন্তর্গত। সেই সংস্থার বিক্রিতে পতনের জেরেই প্রভাব পড়েছে মূল আয়ে। শুধু তাই নয়, এই আয়ের পতনে কিন্তু জাগুয়ারের দোসর হয়েছে টাটার দেশীয় গাড়ির ব্যবসাও।
চলতি ত্রৈমাসিকে পড়েছে টাটা দেশীয় গাড়ি বিক্রির সংখ্যাও। যার জেরে কমেছে আয়। তবে বিশেষজ্ঞদের অনুমান ছিল, হয়তো ৬ হাজার কোটি টাকার উপর অন্তত এই ত্রৈমাসিকে আয় করবে টাটা মোটরস। কিন্তু সেই অনুমানে জল ঢেলে দিল টাটা মোটরসের রিপোর্ট। ৬ হাজার তো দূর। সাড়ে পাঁচ হাজারেরও গন্ডি পেরল না মোট আয়।
এই রিপোর্টের প্রভাব কি পড়েছে টাটা মোটরসের শেয়ারে? আজ গোটাদিনই বেশ স্থিতিশীল টাটা মোটরসের শেয়ার। ত্রৈমাসিকের রিপোর্ট খারাপ হলেও শেয়ার বাজারের রিপোর্টে কিন্তু ৩.৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে টাটা মোটরস। তবে বিশেষজ্ঞদের ধারণা, আজ কান ঘেষে বিপদ বেরিয়ে গেলেও, আগামিকাল প্রভাব পড়তে এই সংস্থার শেয়ারে।
উল্লেখ্য, গত এক বছর ধরেই আয় কমেছে টাটার। বিশেষজ্ঞদের ধারণা, ৮.৪ শতাংশ হারে বার্ষিকী আয় কমছে টাটা মোটরসের। কিন্তু এর মাঝেও আশার আলো দেখাচ্ছে টাটার বৈদ্যুতিক গাড়িগুলি। EV-এর মার্কেটে টাটা নাকি এখন রাজা। মাঝে মধ্যে অবশ্য টেক্কা দিচ্ছে অটোমোবাইল কোম্পানি MG। কিন্তু তাদের এড়িয়েই ভারতের বাজারে ছড়িয়ে পড়ছে টাটার ইভি।