Share Market News, DeepSeek: চিনা AI-কে বুড়ো আঙুল দেখিয়ে এই শেয়ার আজ ফুলে-ফেঁপে কলাগাছ!
Indian AI Stock: গতকাল পড়েছিল অনন্ত রাজ লিমিটেড। তারপর আজ সংস্থার ব্যবসার মডেল বিনিয়োগকারীদের সামনে স্পষ্ট করার পর আজ তাদের শেয়ারের দাম ১০ শতাংশ উঠে আপার সার্কিট হিট করেছে।
![Share Market News, DeepSeek: চিনা AI-কে বুড়ো আঙুল দেখিয়ে এই শেয়ার আজ ফুলে-ফেঁপে কলাগাছ! Share Market News, DeepSeek: চিনা AI-কে বুড়ো আঙুল দেখিয়ে এই শেয়ার আজ ফুলে-ফেঁপে কলাগাছ!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/29-Jan-DeepSeek-AI.jpeg?w=1280)
আজ ২৯ জানুয়ারি, শেয়ার বাজারে লিস্টিং হল আইটিসি হোটেলসের। আর লিস্টিংয়ের দিনেই প্রায় ৪.৫৩ শতাংশ পড়ে ১৭১.৮৫ টাকায় দাঁড়িয়েছে এই শেয়ার। গতকাল পড়েছিল অনন্ত রাজ লিমিটেড। তারপর আজ সংস্থার ব্যবসার মডেল বিনিয়োগকারীদের সামনে স্পষ্ট করার পর আজ তাদের শেয়ারের দাম ১০ শতাংশ উঠে আপার সার্কিট হিট করেছে।
আজ বাড়ল যারা:
আজ সর্বোচ্চ ২০ শতাংশ উঠেছে এএমআই অর্গানিক্সের শেয়ারের দাম। সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইনক্স উইন্ড। তাদের শেয়ারের দামও উঠেছে ২০ শতাংশ। ১৯.৯৯ শতাংশ উঠেছে সিরমা এসজিএস টেকনোলজির শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে ইন্ডো ফার্ম ইক্যুইপমেন্ট ও কেমফ্যাব অ্যালকালিসের শেয়ারের দামও।
আজ পড়ল যারা:
বাজার আজ উঠলেও পতন দেখা গিয়েছে বেশ কিছু সংস্থার শেয়ারে। যার মধ্যে ই-মুদ্রা লিমিটেড, এজিআই গ্রিনপ্যাক, আইএফবি ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান মেটালস অ্যান্ড ফেরো অ্যালয়েস উল্লেখযোগ্য। আর তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর পড়েছে জুপিটার ওয়াগনের শেয়ারের দামও।
বাজারের টুকরো খবর:
- আজ বাজারে লিস্টিং হয়েছে আইটিসি হোটেলের শেয়ারের।
- আজ শেয়ার প্রতি ৫ টাকা ডিভিভেন্ড দিয়েছে ভারত পেট্রোলিয়ামস।
- এ ছাড়াও আজ ডিভিন্ড দিয়েছে এমপিএস (MPS), মাইন্ডস্পেস বিসনেস।
- আগামিকাল সিমেনস, বালকৃষ্ণা ইন্ডাস্ট্রি, কোফর্জ, হাডকোর মতো সংস্থা ডিভিডেন্ড দেবে।
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে সুন্দরম ফাইন্যান্স, হিন্দকন কেমিক্যালস, বাজাজ ফাইন্যান্স, ব্লু স্টার, রেমন্ড, অম্বুজা সিমেন্টস, হিন্দুস্থান মোটরস, টাটা মোটরস, ভোল্টাস, ব্লু ডার্ট এক্সপ্রেস, শ্রীরাম AMC, মারুতি সুজুকি, জিন্দাল স্টেনলেস, ইন্ডিয়ান ব্যাঙ্কয়াদানি পাওয়ার, জুপিটার ওয়াগনস, কোয়েস কর্প, ওরিয়েন্ট ইলেক্ট্রিক, KPIT টেক, গুজরাট ফ্লুরোকেম, হিতাচি এনার্জি, CAMS, বার্গার কিং উল্লেখযোগ্য।
- আগামিকাল ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করবে ভারত ইলেক্ট্রনিক্স, ডাবর, শ্রী সিমেন্টস, এল অ্যান্ড টি, টাটা কনসিউমার, এলসিড ইনভেস্টমেন্টস, আদানি এন্টারপ্রাইজ, জিন্দাল স্টিল, আদানি পোর্টস, বাজাজ ফিনসার্ভের মতো সংস্থা।
*২৯ জানুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
![পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে... পেঁয়াজ ও রসুন একসঙ্গে খান? শরীরে ভিতর যা ঘটছে, জানলে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-happens-if-people-eat-Onion-and-Garlic-know-from-expert.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি পিরিয়ড ক্র্যাম্প কমাতে ট্রাই করুন ৫ স্মুদি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Here-are-5-smoothie-detox-to-ease-period-cramps-naturally.jpg?w=670&ar=16:9)
![রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়? রাতে তুলসী গাছ ঢেকে রাখেন? জানেন কী হয়?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-does-mean-of-covering-the-tulsi-plant-at-night.jpg?w=670&ar=16:9)
![স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের? স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে দাম্পত্য জীবন হবে সুখের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/According-to-Chanakya-Niti-know-the-ideal-age-gap-between-husband-and-wife-to-achieve-happy-married-life.jpg?w=670&ar=16:9)
![পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন... পিরিয়ডসের সময় মহিলাদের রান্না করা উচিত? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premanand-Maharaj-says-when-women-not-to-enter-at-kitchen.jpg?w=670&ar=16:9)
![বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি? বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Beef.jpg?w=670&ar=16:9)