Ghatal Master Plan: ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বৈঠকে ডাক পেল না বাম-বিজেপি, জবাব দিলেন দেব
Ghatal Master Plan: দেব বলেন, "২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমি ভোটে দাঁড়াতে চাইছিলাম না। তারপরও ভোটে দাঁড়িয়েছি শুধু একটা শর্তে। ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে হবে। মুখ্যমন্ত্রী আমায় কথা দিয়েছেন। আরামবাগ থেকে তিনি নিজে ঘোষণা করেছিলেন, রাজ্য সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করবে।"

ঘাটাল: ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নে রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু, ওই টাকায় ঘাটাল মাস্টারপ্ল্যান সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তারই মধ্যে রবিবার ঘাটাল টাউন হলে বৈঠক করল ঘাটাল মাস্টারপ্ল্যান মনিটারিং কমিটি। সেই বৈঠকে বিজেপি ও সিপিএমের কাউকে না ডাকা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে।
ঘাটাল টাউন হলে এদিনের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সাংসদ দেব, মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া, সেচ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মণীশ জৈন, জেলাশাসক খুরশেদ আলি কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, মন্ত্রী শিউলি সাহা-সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। বৈঠকে উপস্থিত ছিলেন এই প্রকল্পের অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট ব্লক ও শহর সাব কমিটির সদস্যরা। এই প্রথম সমস্ত সাব কমিটি ও জেলা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক হল।
বৈঠক নিয়ে দেব বলেন, “ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নে কোন পথে এগোনো হবে, তা নিয়ে এদিন আলোচনা হয়েছে। এবার মানুষের কাছে পৌঁছবে কমিটিগুলি।” চব্বিশের লোকসভা নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করার কথা উল্লেখ করে তৃণমূল এই সাংসদ বলেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে আমি ভোটে দাঁড়াতে চাইছিলাম না। তারপরও ভোটে দাঁড়িয়েছি শুধু একটা শর্তে। ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করতে হবে। মুখ্যমন্ত্রী আমায় কথা দিয়েছেন। আরামবাগ থেকে তিনি নিজে ঘোষণা করেছিলেন, রাজ্য সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করবে। লোকসভা নির্বাচনের এক বছর পূর্ণ হওয়ার আগে রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আমি জানি, দেড়-দু হাজার কোটি টাকা লাগবে এই প্রকল্পে। মুখ্যমন্ত্রী বলেছেন, বছর দুয়েকের মধ্যে কাজ শেষ করতে। এবার সবাই বুঝতে পারছেন, আমি কেন ভোটে দাঁড়াতে রাজি হয়েছিলাম।”
এদিনের বৈঠকে বাম ও বিজেপি ডাক পায়নি। এই নিয়ে সিপিএমের বক্তব্য, তারা কাগজে এই বৈঠকের কথা জানতে পেরেছে। তবে ৫০০ কোটি টাকায় ঘাটাল মাস্টারপ্ল্যান সম্ভব নয় বলে তাদের বক্তব্য। একইসঙ্গে তাদের অভিযোগ, ছাব্বিশের ভোট বৈতরণী পেরোতে এই ঘোষণা করা হয়েছে।
ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটেরও একই অভিযোগ। এদিনের বৈঠকে তিনিও ডাক পাননি। বিজেপি এই বিধায়ক বলেন, “বিধানসভায় ঘাটাল মাস্টারপ্ল্যানের কথা আমি অনেকবার বলেছি। অবশেষ এখন ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা হল। কিন্তু, এই দিয়ে খাল কাটা যাবে। কিন্তু, ঘাটাল মাস্টারপ্ল্যান হবে না।” তাঁর অভিযোগ, ছাব্বিশের ভোটের জন্যই এই ঘোষণা হয়েছে।
বিরোধীদের বৈঠকে না ডাকা নিয়ে সাংসদ দেব বলেন, “তারা আগে বিশ্বাস করুক যে মাস্টারপ্ল্যান রূপায়ণ করতে পারে রাজ্য সরকার। তারপর সবাইকে ডাকা হবে। ঘাটালের বিজেপি বিধায়ক যদি আজকে বলেন যে রাজ্য সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। তাহলে কালকেই তাঁকে ডাকব।”





