WBPDCL Recruitment 2023: জেনারেল ম্যানেজার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করবে পাওয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন
Recruitment 2023: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কর্মী নিয়োগ করবে। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে কয়লা খনি সংক্রান্ত ক্ষেত্রে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক কর্মী নিয়োগ করবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।

কলকাতা: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) কর্মী নিয়োগ করবে। পশ্চিমবঙ্গে কয়লা খনি সংক্রান্ত ক্ষেত্রে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একাধিক কর্মী নিয়োগ করবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা WBPDCL-এর ওয়েবসাইটে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর, ২০২৩।
শূন্যপদ
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে কয়লা খনি সংক্রান্ত ক্ষেত্রে জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খনি ম্যানেজার, সার্ভেয়ের, ওভারম্যান পদে নিয়োগ করা হবে।
বয়স
প্রার্থীদের সর্বোচ্চ বয়স ১ সেপ্টেম্বর, ২০২৩ অনুযায়ী ৫৫ বছর থাকতে হবে। তবে কিছু ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খনি ম্যানেজার)-এর ক্ষেত্রে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক। সার্ভেয়ের, ওভারম্যান পদের জন্য মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের মেধা তালিকার ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হলে মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে। সেটিতে উর্ত্তীণ হলেই নিয়োগ করা হবে।





