AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Job: ক্লার্ক এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ রাজ্যের আর্মি পাবলিক স্কুলে, আবেদন করুন ইমেলযোগে

West Bengal Job: প্রার্থীদের এই পদগুলিতে আবেদন করার জন্য ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের ওই স্কুলের অফিসিয়াল (https://apsbagrakote.org/) ওয়েবসাইট থেকে নিয়োগপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথী সংযুক্ত করে তা পাঠিয়ে দিতে হবে Apsbagrakote@awesindia.edu.in এই ইমেলে।

West Bengal Job: ক্লার্ক এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ রাজ্যের আর্মি পাবলিক স্কুলে, আবেদন করুন ইমেলযোগে
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 07, 2022 | 11:32 AM
Share

কলকাতা: করোনা আবহের মধ্যেই চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে সরকারি স্কুলে ক্লার্ক এবং গ্রুপ ডি সহ বেশ কিছু অশিক্ষক এবং শিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। করোনাকালীন সারা দেশের পাশাপাশি রাজ্যেও বহু মানুষ কাজ হারিয়েছেন, এবং নতুন কর্ম সংস্থানেরও পথ বন্ধ ছিল। এই অবস্থায় রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি কর্মপ্রার্থীদের মনে নতুন আশার সঞ্চার করবে। এই পদগুলিতে রাজ্যের যে কোনও জেলার নাগরিকই আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। নীচে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিবরণ দেওয়া হল।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, যে বিষয়ে নিয়োগ হবে

টিজিটি শিক্ষক পদে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। এর মধ্যে অঙ্কের জন্য ১জন, ইংরেজিতে ২ জন, এস.এস.টি-তে একজন, হিন্দিতে ১জন, সংস্কৃতে একজন, এবং কম্পিউটারে ১জন মোট ৭টি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে ৫০ শতাংশ নম্বর সহ। পাশাপাশি প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের সি.টেট পরীক্ষাও পাশ করতে হবে।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা

পিআরটি (প্রাইমারি)পদে মোট শূন্য পদ একটি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট বিষয়ে স্নাতক হতে হবে ৫০ শতাংশ নম্বর সহযোগে। এর সঙ্গে দু বছরের D.EI.ED. কোর্সও করতে হবে প্রার্থীদের।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা

ক্লার্ক পদে মোট শূন্য পদ ১টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও বিষয় নিয়ে স্নাতক হতে হবে। সঙ্গে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা

কাউন্সিলর পদে মোট শূন্য পদের সংখ্যা ১টি। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সাইকোলজিতে স্নাতক হতে হবে। পাশাপাশি প্রার্থীদের কাউন্সেলিংয়ে দুই বছরের ডিপ্লোমাও করতে হবে। এর সঙ্গে প্রার্থীদের অবশ্যই কাউন্সেলিং করার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা

উপরোক্ত পদগুলি ছাড়াও, পিওন পদে-১টি, আয়ার পদে- ২টি, সুইপার পদে-২টি, মালির পদে ১টি, ওয়াচম্যান পদে-১টি, এবং বাস ড্রাইভার পদে-২টি শূন্য পদ রয়েছে। এই পদে আবেদন করার জন্য বিজ্ঞপ্তিতে এখনও শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে জানানো হয়নি।

এই পদগুলির জন্য কর্মী নিয়োগ করা হবে জলপাইগুড়ি জেলার আর্মি পাবলিক স্কুলে।

আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা

প্রার্থীদের এই পদগুলিতে আবেদন করার জন্য ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের ওই স্কুলের অফিসিয়াল (https://apsbagrakote.org/) ওয়েবসাইট থেকে নিয়োগপত্র ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথী সংযুক্ত করে তা পাঠিয়ে দিতে হবে Apsbagrakote@awesindia.edu.in এই ইমেলে। সঙ্গে আবেদন ফি বাবদ প্রার্থীদের ১০০ টাকা জমাও করতে হবে। এই আবেদন ফি জমা দিতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। সমস্ত পদে আবেদন করার শেষ তারিখ আগামী ৮ ফেব্রুয়ারি ২০২২।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা