WBPSC recruitment 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কোন পদে হবে নিয়োগ?

PSC Recruitment: ১৬ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৭ ডিসেম্বর অবধি আবেদন প্রক্রিয়া চলবে।

WBPSC recruitment 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কোন পদে হবে নিয়োগ?
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2022 | 8:20 AM

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ করা হবে। সিভিল, মেকানিক্যাল ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। ১৬ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৭ ডিসেম্বর অবধি আবেদন প্রক্রিয়া চলবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in থেকে আবেদন করা যাবে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অন্যান্য তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

শূন্যপদ: পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে শূন্যপদের উল্লেখ নেই। পরীক্ষা নেওয়ার পর সংশ্লিষ্ট ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা নির্ধারিত হবে।

বেতন: এই পদের জন্য ৯০০০ থেকে ৪০,৫০০ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি ৪,৪০০ টাকা গ্রেড পে মিলবে।

আবেদন ফি: আবেদনকারীকে ১৬০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সংরক্ষিতদের কোনও আবেদন ফি লাগবে না।

বয়স: ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী ছাড়া পাবেন। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে তাঁর স্ট্রিমে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। আবেদনকারীকে বাংলা লিখতে, পড়তে ও বলতে জানতে হবে।

আবেদন পদ্ধতি: পিএসসির ওয়েবসাইট থেকেই এই পদে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন