CBSE 12th Date Sheet 2023: ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষা, জেনে নিন সূচি
CBSE 12th Date Sheet 2023: ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। বোর্ড জানিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি।

নয়া দিল্লি: ২০২৩ সালের দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। সিবিএসই-র সরকারি ওয়েবসাইট, cbse.gov.in-এ প্রতিটি বিভাগের পরীক্ষার দিনক্ষণ দেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি, আর চলবে ৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে দশটায় শুরু হবে পরীক্ষা।
শুধু লিখিত পরীক্ষা নয়, এদিন প্র্যাক্টিক্যাল পরীক্ষার সূচিও প্রকাশ করেছে সিবিএসই। সিবিএসই ক্লাস টুয়েলভের প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে ২০২৩ সালের ২ জানুয়ারি। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। নিজ নিজ স্কুল থেকেই অ্যাডমিট কার্ড দেওয়া হবে শিক্ষার্থীদের। অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকলে অবিলম্বে শিক্ষকদের জানিয়ে, তা সংশোধনের ব্যবস্থা করতে হবে।
সায়েন্স বিভাগের সিবিএসই ক্লাস টুয়েলভ পরীক্ষার সূচি
২৮ ফেব্রুয়ারি – কেমিস্ট্রি, ৬ মার্চ – ফিজিক্স, ১১ মার্চ – ম্য়াথমেটিক্স এবং ১৬ মার্চ বায়োলজি।
কমার্স বিভাগের সিবিএসই ক্লাস টুয়েলভ পরীক্ষার সূচি
৩১ মার্চ – অ্যাকাউন্ট্যান্সি, ১৭ মার্চ ইকোনমিক্স, ১৫ ফেব্রুয়ারি – এন্ট্রাপ্রেনারশিপ।
আর্টস বিভাগের সিবিএসই ক্লাস টুয়েলভ পরীক্ষার সূচি
২৪ ফেব্রুয়ারি – ইংলিশ, ২ মার্চ – জিওগ্রাফি, ৯ মার্চ লিগাল স্টাডিজ়, ১৩ মার্চ – ফিজিক্যাল এডুকেশন, ১৪ মার্চ – ফ্যাশন স্টাডিজ়, ২০ মার্চ – পলিটিক্যাল সায়েন্স, ২৯ মার্চ – হিস্ট্রি, ১ এপ্রিল – হোম সায়েন্স, ৩ এপ্রিল – সোশিওলজি, ৫ এপ্রিল – সাইকোলজি।
পরীক্ষার সূচির বিজ্ঞপ্তিতে সিবিএসই বোর্ড জানিয়েছে, এই পরীক্ষার সূচি তৈরির সময় দুটি বিষয়ের পরীক্ষার দিনের মধ্যে যথেষ্ট সময় রাখা হয়েছে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিনগুলির সঙ্গেও যাতে বোর্ড পরীক্ষার দিনগুলির যথেষ্ট ফারাক থাকে, সেই দিকেও নজর রাখা হয়েছে।
