AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘বিজেপি ২২০ আসন পাবে, যদি…’, অঙ্ক কষলেন শুভেন্দু

Suvendu Adhikari rally in Malda: শুভেন্দু অধিকারী বলেন, "আর একটা জায়গায় হিন্দুরা একজোট হয়েছিল ২০২১ সালে। নন্দীগ্রামে (একুশে নন্দীগ্রামে জেতেন শুভেন্দু)। ৬৫ শতাংশ হিন্দু এক হয়েছিল প্রথমবার। আমি ২০০০ ভোটে জিতেছিলাম। চব্বিশের লোকসভা নির্বাচনে ৭২ শতাংশ হিন্দু এক হয়েছিল। নন্দীগ্রাম বিধানসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮ হাজার ২০০ ভোটে লিড পান। আর তিন মাস পর ওখানে উত্তর মালদহের মতো ৮৫ শতাংশ হিন্দু পদ্মফুলে ভোট দেবেন। এবং বিজেপি যাঁকে দাঁড় করাবে, তিনি ২০ হাজার ভোটে জিতবেন।"

Suvendu Adhikari: 'বিজেপি ২২০ আসন পাবে, যদি...',  অঙ্ক কষলেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Updated on: Jan 02, 2026 | 7:23 PM
Share

মালদহ: একুশের নির্বাচনে রাজ্যে পালাবদলের স্বপ্ন দেখেছিল বিজেপি। ২০০-র বেশি আসন তাঁরা পাবেন বলে বিজেপি নেতারা দাবি করছিলেন। একুশের নির্বাচনে বিজেপির সেই হিসেব মেলেনি। পাঁচ বছর পর বিজেপির দাবি, তৃণমূলের বিদায় হচ্ছেই। দিন তিনেক আগে বাংলায় এসে অমিত শাহ দাবি করেছিলেন, এবার বাংলায় দুই-তৃতীয়াংশ আসনে জিতবে বিজেপি। তিনি সংখ্যা না বলায় যখন তৃণমূল বিজেপিকে বিঁধতে শুরু করেছে, তখন নতুন দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার মালদহের চাঁচলে বিজেপির সভা থেকে তাঁর বক্তব্য, ২২০টি আসন পাবে বিজেপি। তবে তাঁর বক্তব্য, এর জন্য সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে।

চাঁচলের সভা থেকে উত্তর মালদহ ও নন্দীগ্রামের প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “এবার বিজেপিকে কেউ রুখতে পারবে না। এই রাজ্যের মধ্যে দুই জায়গায় হিন্দু-আদিবাসীদের সবচেয়ে বড় জোট হয়েছে। তার মধ্যে একটা উত্তর মালদহ। ৮৫ শতাংশ হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছেন। যদি গোটা রাজ্যে উত্তর মালদহকে দেখে সনাতনীরা এগিয়ে আসেন, তাহলে ২০০ নয়, ২২০টি আসনে বিজেপি জিতবে।” প্রসঙ্গত, চব্বিশের নির্বাচনে উত্তর মালদহ কেন্দ্রে জেতেন বিজেপির খগেন মুর্মু।

অন্য জায়গায় হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া নিয়ে শুভেন্দু বলেন, “আর একটা জায়গায় হিন্দুরা একজোট হয়েছিল ২০২১ সালে। নন্দীগ্রামে (একুশে নন্দীগ্রামে জেতেন শুভেন্দু)। ৬৫ শতাংশ হিন্দু এক হয়েছিল প্রথমবার। আমি ২০০০ ভোটে জিতেছিলাম। চব্বিশের লোকসভা নির্বাচনে ৭২ শতাংশ হিন্দু এক হয়েছিল। নন্দীগ্রাম বিধানসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮ হাজার ২০০ ভোটে লিড পান। আর তিন মাস পর ওখানে উত্তর মালদহের মতো ৮৫ শতাংশ হিন্দু পদ্মফুলে ভোট দেবেন। এবং বিজেপি যাঁকে দাঁড় করাবে, তিনি ২০ হাজার ভোটে জিতবেন।”

গত কয়েকমাস ধরে সনাতনী হিন্দুদের একজোট হতে বারবার বার্তা দিতে দেখা গিয়েছে শুভেন্দুকে। এবার তিনি স্পষ্ট করে দিলেন, হিন্দুরা একজোট হয়ে বিজেপিকে ভোট দিলে ২২০টি আসন পাবেন তাঁরা।