বিস্তারিত: ‘হাসিনা জমানার ইতি’ বাংলাদেশে! অবসর নিয়ে নিয়েছেন শেখ হাসিনা?
বুধবার ময়নাগুড়িতে বিজেপির পালটা সভা ছিল তৃণমূলের তরফে।
সভায় অরুপ চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্যর পাশাপাশি বক্তব্য রাখেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ।
এদিন তাঁর পুরো বক্তব্যতেই SIR ইস্যুতে বিজেপিকে আদ্যপ্রান্ত আক্রমণ শানিয়েছেন।
তিনি দলের মহিলা কর্মীদের উদ্দ্যেশ্য করে নির্দেশ দেন, “গ্রামে যদি বিজেপি নেতাদের ঘোরাঘুরি করতে দেখেন তবে গ্রাম থেকে তাদের তাড়া করে গ্রাম থেকে তাড়িয়ে দিন। কারণ এরা আপনাদের অধিকার কে খর্ব করতে এসেছে।”
সেরা BLO র প্রশংসাপত্র পেয়েও নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন BLO।
নিজের বৃদ্ধা মাকেও ধরালেন শুনানির নোটিস।
বৃদ্ধা মা থেকে পরিবারের প্রশ্ন, প্রশাসনের থেকে প্রশংসাপত্র পেয়েও নিজেকেই কি নিজের শুনানি করতে হবে ?
কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের হরিপুর গ্রামের ঘটনা।
মৃত পরিযায়ী শ্রমিকরা
কখনও চেন্নাই কখনও আবার হায়দরাবাদ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর।
বুধবার প্রথম মৃত্যুর খবর আসে দক্ষিণ ২৪ পরগনা থেকে। মৃতের নাম মঞ্জুর আলম লস্কর। তিনি দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের গড়খালি গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর ধরে অন্ধ-প্রদেশে জরি কারখানায় কাজ করতেন মঞ্জুর। কুড়ি দিন আগে বাড়ি থেকে ঘুরে গিয়েছিলেন তিনি।
তারপর আবার কাজে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর।
বিস্তারিত পড়ুন: Migrant Workers death: কোথাও খুন, কোথাও গলা কাটা দেহ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এল বাংলার পরিযায়ীদের মৃত্যুর খবর
নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
বিস্তারিত পড়ুন: BJP: পশ্চিমবঙ্গের জনবিন্যাসে পরিবর্তন নিয়ে গভীর চিন্তায় বিজেপি, কী ভাবছে তারা?
ভোটের যত পারদ চড়ছে, ততই বাংলায় রাজনৈতিক নেতারা দৌড়চ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। একদিকে যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায়-জেলায় জনসংযোগে নেমে পড়েছেন, তেমনই বাদ নেই বিজেপি। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থেকে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সকলেই যাচ্ছেন বিভিন্ন জায়গায়। দিচ্ছেন গরম গরম ডায়লগ। এই আবহের মধ্যে আবার বাংলার পরিযায়ী শ্রমিকদের একের পর এক মৃত্য়ুর খবর প্রকাশ্যে। নজর থাকবে সেই দিকে
বিস্তারিত: ‘হাসিনা জমানার ইতি’ বাংলাদেশে! অবসর নিয়ে নিয়েছেন শেখ হাসিনা?
বুধবার ময়নাগুড়িতে বিজেপির পালটা সভা ছিল তৃণমূলের তরফে।
সভায় অরুপ চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্যর পাশাপাশি বক্তব্য রাখেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ।
এদিন তাঁর পুরো বক্তব্যতেই SIR ইস্যুতে বিজেপিকে আদ্যপ্রান্ত আক্রমণ শানিয়েছেন।
তিনি দলের মহিলা কর্মীদের উদ্দ্যেশ্য করে নির্দেশ দেন, “গ্রামে যদি বিজেপি নেতাদের ঘোরাঘুরি করতে দেখেন তবে গ্রাম থেকে তাদের তাড়া করে গ্রাম থেকে তাড়িয়ে দিন। কারণ এরা আপনাদের অধিকার কে খর্ব করতে এসেছে।”
সেরা BLO র প্রশংসাপত্র পেয়েও নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন BLO।
নিজের বৃদ্ধা মাকেও ধরালেন শুনানির নোটিস।
বৃদ্ধা মা থেকে পরিবারের প্রশ্ন, প্রশাসনের থেকে প্রশংসাপত্র পেয়েও নিজেকেই কি নিজের শুনানি করতে হবে ?
কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের হরিপুর গ্রামের ঘটনা।
মৃত পরিযায়ী শ্রমিকরা
কখনও চেন্নাই কখনও আবার হায়দরাবাদ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর।
বুধবার প্রথম মৃত্যুর খবর আসে দক্ষিণ ২৪ পরগনা থেকে। মৃতের নাম মঞ্জুর আলম লস্কর। তিনি দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের গড়খালি গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর ধরে অন্ধ-প্রদেশে জরি কারখানায় কাজ করতেন মঞ্জুর। কুড়ি দিন আগে বাড়ি থেকে ঘুরে গিয়েছিলেন তিনি।
তারপর আবার কাজে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর।
বিস্তারিত পড়ুন: Migrant Workers death: কোথাও খুন, কোথাও গলা কাটা দেহ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এল বাংলার পরিযায়ীদের মৃত্যুর খবর
নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
বিস্তারিত পড়ুন: BJP: পশ্চিমবঙ্গের জনবিন্যাসে পরিবর্তন নিয়ে গভীর চিন্তায় বিজেপি, কী ভাবছে তারা?
ভোটের যত পারদ চড়ছে, ততই বাংলায় রাজনৈতিক নেতারা দৌড়চ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। একদিকে যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায়-জেলায় জনসংযোগে নেমে পড়েছেন, তেমনই বাদ নেই বিজেপি। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থেকে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সকলেই যাচ্ছেন বিভিন্ন জায়গায়। দিচ্ছেন গরম গরম ডায়লগ। এই আবহের মধ্যে আবার বাংলার পরিযায়ী শ্রমিকদের একের পর এক মৃত্য়ুর খবর প্রকাশ্যে। নজর থাকবে সেই দিকে