Suvendu Adhikari: I-PAC এর মাধ্যমে কোটি কোটি টাকা গোয়ার নির্বাচনে খরচ হয়েছে: শুভেন্দু
Suvendu Adhikari On I PAC: আদিবাসীদের উপরও বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে । ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯ হাজার স্কুল বন্ধ করেছে। ৬৮৮৮ টা শিল্প তাড়িয়েছে। শেষ এসএসসি ২০১৫ সালে।

মেদিনীপুরে শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
মেদিনীপুর: মেদিনীপুরে সংকল্প যাত্রায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। I-PAC এ ইডির তল্লাশির সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢুকে পড়া ও ফাইল নিয়ে চলে আসার বিষয়ে সরব হন তিনি। তাঁর অভিযোগ, আই প্যাকের মাধ্যমে কোটি কোটি টাকা গোয়ার নির্বাচনে কাজে লাগানো হয়েছে। কী কী বলেছেন দেখুন এক নজরে…. KEY HIGHLIGHTS
- তৃণমূলের সঙ্গে তফাৎ কম: ২০২৪-এর ভোটে ৩৯ শতাংশ ভোট আমরা পেয়েছি । খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ চলে গিয়েছে। খসড়া তালিকার পর আর তৃণমূলের সঙ্গে কোনও তফাৎ নেই। এবারের নির্বাচন বাংলাকে বাঁচানোর নির্বাচন।
- শিল্প-উন্নয়ন থমকে: আদিবাসীদের উপরও বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে । ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ১৯ হাজার স্কুল বন্ধ করেছে। ৬৮৮৮ টা শিল্প তাড়িয়েছে। শেষ এসএসসি ২০১৫ সালে।
- একশো দিনের কাজ: ৫১ টি কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা লাগানো হয়েছে। আপনারা বিজেপিকে আনুন। ২০২২ সাল পর্যন্ত একশো দিনের কাজে ৫৪ হাজার কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। আপনাদের হাত তুলতে বললে, সবাই আপনারা বলবেন পাইনি। ৩০ হাজার কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী, ৪০ লক্ষ ইউনিট বাড়ি তৈরির জন্য, কোথায় গেল?
- I-PACর মাধ্য়মে কোটি কোটি টাকার লেনদেন: ২০২২ সালের কয়লা কেলেঙ্কারি । কোটি কোটি টাকা আইপ্যাকের মাধ্যমে গোয়া নির্বাচনে খরচ করা হয়েছে। ইডি-র কাজে বাধা দিয়ে, তিনি প্রমাণ করে দিয়েছেন। একমুহুর্ত মুখ্যমন্ত্রী চেয়ারে থাকা উচিত নয় । আইপ্যাক হল কর্পোরেট সংস্থা, তার বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালে কয়লা কেলেঙ্কারির টাকা তৃণমূলের ফান্ডে ঢুকেছে। হাওয়ালার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। IPAC-র মাধ্যমে গোয়ার নির্বাচনে খরচ করেছে তৃণমূল। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থ কোথায়? কংগ্রেস ভেঙে যখন তৃণমূল তৈরি হয়েছিল, সেদিন অটল বিহারী বাজপেয়ী আর্শীবাদ করেছিলেন। সেদিন বাংলায় পরিবর্তন আনার জন্য বিজেপির সাহায্য নিয়েছিলেন। কারণ তখন তিনি ছিলেন দিদি, পিসি হয়ে যাননি।
- ‘বাংলা অ্যাকশন দেখতে চায়’: আগামীদিনে মানুষের জোট বেঁধে , সনাতনী ও আদিবাসীদের ঐক্যবদ্ধ ভাবে সরাতে হবে। ইডি-কে ধন্যবাদ, তারা হাইকোর্টে গিয়েছেন। বাংলা অ্যাকশন দেখতে চায়। চোরদের নির্মূল করতে হবে। গতকালের ঘটনা নিয়ে বিজেপি এক ইঞ্চিও ছাড়বে না।
- ED-মমতা সংঘাত মামলা: কোর্টে মামলা চলছে, তৃণমূলের লিগ্যাল সেলের লোকেদের দিয়ে শুনানি করতে দেয়নি। যদি না নন্দীগ্রাম আর নেতাই হতো, তাহলে দিদি দিদিমা হয়ে গেলেও মুখ্যমন্ত্রী হতে পারতো না
