Dilip Ghosh: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে জেতেন, জেনে গিয়েছি: দিলীপ
BJP rally: রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে। হিয়ারিং প্রক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তুলে কমিশন ও বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল। এসআইআর আতঙ্কে ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। পাল্টা তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি। এই আবহে মঙ্গলবার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে এসআইআর নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ।

রানাঘাট: অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পর থেকে ফের স্বমহিমায় তিনি। এমনকি, ‘বেঙ্গল টাইগার ইজ ব্যাক’ বলে তাঁর নামে পোস্টারও পড়েছে। এবার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দলের বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে পাশে বসিয়ে দিলীপ ব্যাখ্যা করলেন, এগারো থেকে একুশের নির্বাচন পর্যন্ত কীভাবে জিতেছে তৃণমূল। এসআইআর-র পর ছাব্বিশের নির্বাচনে সেই সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা ক্রমশ বাড়ছে। হিয়ারিং প্রক্রিয়ায় ভোটারদের হয়রানির অভিযোগ তুলে কমিশন ও বিজেপিকে তুলোধনা করছে তৃণমূল। এসআইআর আতঙ্কে ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। পাল্টা তৃণমূলকে আক্রমণ করছে বিজেপি। এই আবহে মঙ্গলবার রানাঘাটে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে এসআইআর নিয়ে তৃণমূলকে নিশানা করলেন দিলীপ ঘোষ।

রানাঘাটে দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়েও প্রশ্ন তুলে দিলেন দিলীপ। এদিন তিনি বলেন, “এসআইআর-র পরই বুঝেছি, দিদিমণি যে ভবানীপুর থেকে জিতেছেন, সেখানে সাড়ে ৪৪ হাজার নাম বাদ গিয়েছে। উনি কত ভোটে জেতেন? কেন জেতেন আমরা জানলাম। নন্দীগ্রামে গিয়েছিলেন। ওখানকার লোকেরা কান মুলে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। কারণ, ওখানে মাত্র ১০ হাজার মৃত ভোটার ছিলেন। জিততে পারেননি। ভুয়ো ভোটার ছাড়া জিততে পারেন না। তাঁর প্রিয় ভাই মেয়র ববি হাকিম, তাঁর এলাকায় ভুয়ো ভোটার বেরিয়েছে ৬৬ হাজার। ২০, ২৫, ৩০ শতাংশ ভুয়ো ভোটার রয়েছে। এই যে তিনবার জিতেছে তৃণমূল, পুরোটাই ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করত।”
দিলীপ ঘোষের ভুয়ো ভোটারের অভিযোগ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আমরা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না বলেছি। দিলীপবাবুর জানা উচিত, মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে। এটা নিয়ে আমাদের আপত্তি থাকবে কেন?”
