ED Raid I PAC: কোন মামলার তল্লাশি I PAC-র অফিসে? কেন এত ‘উদভ্রান্তের মতো দৌড়তে হল মুখ্যমন্ত্রীকে?”
ED Raid I PAC: দিল্লি থেকে ইডি টিম এসেছে। কলকাতার কয়েকজন অফিসারও আছেন। বৃহস্পতিবার সকালে আইপ্যাক সংস্থার অফিস ও প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন আধিকারিকরা। জানা যাচ্ছে, কয়লা পাচার সংক্রান্ত নথি সংগ্রহ করার চেষ্টা করছিলেন ইডি আধিকারিকরা।

কলকাতা: সকাল থেকে খবরের শিরোনামে I-PACএর অফিসে ইডি হানা। বৃহস্পতিবার সকালে দিল্লির আর্থিক প্রতারণা মামলায় I PAC এর কর্ণধার প্রতীক জৈনের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে ইডি হানা দেয়। ইডি আধিকারিকরা যখন ভিতরে ঢোকেন, তার ঘণ্টা খানেকের মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন পুলিশ কমিশনার মনোজ ভর্মা। মনোজ ভর্মা ঢোকার কিছুক্ষণের মধ্যেই অকস্মাৎ প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কিন্তু কেন এই তল্লাশি? কোন মামলায় এই তল্লাশি? বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কথায়, “কীসের তল্লাশি চলছিল? কেন এত উদভ্রান্তের মতো দৌড়তে হল মুখ্যমন্ত্রীকে?”
সূত্রের খবর, দিল্লি থেকে ইডি টিম এসেছে। কলকাতার কয়েকজন অফিসারও আছেন। বৃহস্পতিবার সকালে আইপ্যাক সংস্থার অফিস ও প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন আধিকারিকরা। জানা যাচ্ছে, কয়লা পাচার সংক্রান্ত নথি সংগ্রহ করার চেষ্টা করছিলেন ইডি আধিকারিকরা। এই সময়েই পুলিশের সঙ্গে বচসা বাধে কেন্দ্রীয় বাহিনীর। ডিসি সাউথ, পুলিশ কমিশনার মনোজ ভর্মা পৌঁছন। আর তারপরই পৌঁছন প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অবশ্য বেশিক্ষণ লাগেনি মুখ্যমন্ত্রীর। মিনিট পনেরোর মধ্যে বেরিয়ে আসেন। হাতে একটা সবুজ ফাইল।
ফাইলে কী রয়েছে, সেটাও বেরিয়ে এসে স্পষ্ট করেন তিনি। মমতার অভিযোগ, “প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। আইটি ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক সংগ্রহ করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি সংগ্রহ করতে এসেছিল।” সেগুলিই তিনি সংগ্রহ করে নিয়ে এসেছেন। এরপর I PAC এর ওয়াটার সাইডের অফিসেও যাবেন বলে তড়িঘড়ি বেরিয়ে যান।
