BJP Candidate List: সৈকতে স্বামীকে জড়িয়ে ধরে রয়েছেন বিজেপি প্রার্থী, কুরুচিপূর্ণ ‘ঘনিষ্ঠ’ ছবি দিয়ে পোস্টার শহরে!

Bengal BJP: বিনীতা বড়ালের অন্য পরিচয় তিনি বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকা। স্বামী শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী।এই পোস্টার বিতর্কে তৃণমূল নেতা শিশির মন্ডলের সাফাই প্রার্থী হতে না পেরে বিজেপির কেউ এই পোস্টার দিয়েছে।

BJP Candidate List: সৈকতে স্বামীকে জড়িয়ে ধরে রয়েছেন বিজেপি প্রার্থী, কুরুচিপূর্ণ 'ঘনিষ্ঠ' ছবি দিয়ে পোস্টার শহরে!
পোস্টার বিতর্ক, নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 09, 2022 | 2:13 PM

দাইহাট: কখনও সৈকতে স্বামীর সঙ্গে ঘনিষ্ঠভাবে স্বল্পবসন পরিহিতা, কখনও মদের বোতল নিয়ে শুয়ে…বিজেপি প্রার্থীর (BJP Candidate) এ হেন ছবি এখন পোস্টারে পরিণত! চাঞ্চল্যকর ঘটনাটি দাইহাটের। পুরভোটের আগে বিজেপি প্রার্থীর এমন ‘ঘনিষ্ঠ’ কুরুচিপূর্ণ ছবিকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে দাইহাটের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে যথাক্রমে প্রার্থী হয়েছেন বিনীতা বড়াল ও তাঁর স্বামী সিদ্ধান্ত বড়াল। বিনীতা বিজেপি ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকা। স্বামী শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এ বারের পুরভোটে বিনীতা তো বটেই সিদ্ধান্তও পুরপ্রার্থী। উভয়েই বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু, তার আগে এমন পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপি দম্পতির অভিযোগ, যাতে তাঁরা প্রার্থী হিসেবে মনোনীত না হতে পারেন সেই কারণেই এইধরনের কুরুচিপূর্ণ পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে তাঁদের ব্যক্তিগত ছবি দিয়ে কুরুচিকর রাজনীতি করছে তৃণমূল। তৃণমূলের স্থানীয় নেতা শিশির মণ্ডল পাল্টা জানিয়েছেন, প্রার্থী হতে না পেরে বিজেপি-র কোনও কর্মী ওই পোস্টার দিয়েছেন। এটা বিজেপির গোষ্ঠী কোন্দল।  বস্তুত, এ বারের পুরভোটে বিজেপির তরফে বড়াল দম্পতির নাম ওঠে। তারপরেই এই ঘটনা। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন বিনীতা ও সিদ্ধান্ত।

উল্লেখ্য, রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০৮টি পুরসভায় ভোট ২৭ ফেব্রুয়ারি। মনোনয়ন জমা নেওয়া চলছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। স্ক্রুটিনি ১০ ফেব্রুয়ারি। ১০৮টি পুরসভার জন্য প্রায় তিন হাজারের কাছাকাছি প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এতজন প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া মোটেই মুহূর্তের কাজ নয়। সবথেকে গুরুত্বপূর্ণ হল, এই মনোনয়ন পত্র পূরণ করতে হয় খুবই সাবধানে, দেখেশুনে। কোথাও কোনও ভুলত্রুটি হয়ে গেলে মনোনয়নই বাতিল হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে প্রার্থীর বিরুদ্ধেই এমন পোস্টার বিতর্ককে কেন্দ্র করে আতান্তরে বিজেপি। দলের কোন্দলের জের নাকি শাসক শিবিরের কারসাজিতেই এমন ঘটনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

তবে প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অন্দরে কম বিক্ষোভ দেখা যায়নি।  সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরে প্রার্থী তালিকা প্রকাশের পরেই বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়ের বাড়িতে দলীয় কর্মীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ ওঠে।

এখানেই শেষ নয়, শ্রীরামপুরের পৌরসভার প্রার্থী তালিকা প্রকাশ হতেই রিষড়া থেকে বিজেপি নেতারা এসে শ্রীরামপুর বিজেপি কার্যালয়ে জানিয়ে গিয়েছেন এই তালিকা তাঁরা মানছেন না। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের পছন্দের প্রার্থী না দিলে তাঁরা পদত্যাগও করবেন।

রিষড়া মণ্ডল সভাপতি বিজয় পাণ্ডে অভিযোগ করেছেন, যাঁদের টিকিট দিলে রিষড়া পৌরসভা জিততে পারত বিজেপি তাঁদের টিকিট দেওয়া হয়নি। তিনি এই প্রার্থী তালিকা বদলের দাবি তুলেছেন এবং জানিয়েছেন এই প্রার্থী তালিকা না বদলালে বাকি কুড়ি জন প্রার্থী হবেন না। তিনি নিজেও পদত্যাগ করবে বলে জানান।

যদিও খড়গপুরের সাংসদ ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ঘোষিত প্রার্থী তালিকা কোনওভাবেই আর বদল করা হবে না। যে তালিকা প্রকাশিত হয়েছে সেটিই চূড়ান্ত বলে জানিয়েছেন দিলীপ।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা