Asansol Municipal Election: ‘তৃণমূলের কয়লা মাফিয়া’র হুমকিতে মনোনয়ন প্রত্যাহারের অভিযোগ কংগ্রেসের, প্রার্থীর দাবিতে আরেক চমক
Congress: অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন শাহরিক। আর এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হল কংগ্রেস।
আসানসোল: এমনটা আশঙ্কা করেছিলেন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সেটাই সত্যে পরিণত হল বলে অভিযোগ। মনোনয়ন দিয়েও তা প্রত্যাহার করে নিলেন আসানসোল পুরসভার ভোটের (Asansol Municipality Election) চার নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী (Congress) প্রার্থী শাহরিক আখতার। তাঁর দলের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন শাহরিক। আর এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হল কংগ্রেস।
তৃণমূল আশ্রিত কয়লা মাফিয়ারা কংগ্রেস প্রার্থীদের হুমকি দিচ্ছে, এই অভিযোগ তুলে এদিন আসানসোল মহকুমা শাসককে ডেপুটেশন দেয় কংগ্রেস। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, বিভিন্ন ওয়ার্ডে তাঁদের প্রার্থীদের হুমকি দিচ্ছে তৃণমূল (TMC)। আর তাদের হয়ে এই কাজ করছে কয়লা মাফিয়ারা, বলে দাবি কংগ্রেসের।
দেবেশবাবুর কটাক্ষ, “যারা বলছে কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই, তারা আজ কংগ্রেস কে ভয় পাচ্ছে কেন?” এদিকে যে প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে বলে দেবেশ চক্রবর্তীদের অভিযোগ, সেই শাহরিক আখতারের দাবি আবার ভিন্ন।
কংগ্রেস প্রার্থীর ট্যুইস্ট:
শাহরিক জানাচ্ছেন, তাঁকে কেউই হুমকি দেননি, দেওয়া হয়নি। তাহলে কেন প্রার্থীপদ প্রত্যাহার করলেন? কংগ্রেস নেতা জানাচ্ছেন, ওই ওয়ার্ডে বিজেপিকে আটকাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন! যদিও তাঁর দল তা মানতে নারাজ। তবে কি ভয়ে এ কথা বলছেন শাহরিক?
অন্যদিকে কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে তৃণমূল। তৃনমূল নেতা অভিজিৎ ঘটকের কটাক্ষ, আসানসোলে কংগ্রেস প্রার্থীর দেওয়াল লিখনে লেখা থাকছে কংগ্রেস প্রার্থীকে পদ্ম ফুল চিহ্ন ভোট দিন। এতেই প্রমাণ হয় কংগ্রেস-বিজেপির গোপন আঁতাত আছে। তাই কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য হুমকির দরকার নেই।
উল্লেখ্য, আসানসোল পুরনির্বাচনে কংগ্রেস ৫৯টি ওয়ার্ডে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে। ইতিমধ্যেই একজনের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। বহস্পতিবার মনোনয়ন প্রত্যাহার করলেন আরও একজন প্রার্থী। ফলে ১০৬টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেসের মোট প্রার্থী থাকলেল ৫৭ জন।
এদিকে আরেক ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। সেখানে টিকিট না পেয়ে ১৮ নম্বর ওয়ার্ডে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর নিখিল সাহানী। অবশেষে দলের নির্দেশেই নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তিনি। এদিন নিখিল বলেন, “আমি তৃণমূলের সৈনিক। দিদির ভক্ত। তাই দিদির বিরুদ্ধে না গিয়ে দলেই ফিরে এলাম। মনোনয়ন প্রত্যাহার করে নিলাম”। আর এ নিয়ে গৌতম দেব বলেন, “নিখিলকে ধন্যবাদ ও দলের নির্দেশ মেনে প্রার্থীপদ প্রত্যাহার করেছে।” তবে ২৪ নম্বর ওয়ার্ডে আরেক ‘বিদ্রোহী’ বিকাশ সরকার নির্দল হিসেবে লড়ছেন।
আরও পড়ুন: Gangasagar Mela: ‘নোনা জলে করোনা ছড়ায় না,’ আদালতে গঙ্গাসাগর মেলার পক্ষে সওয়াল করল রাজ্য
আরও পড়ুন: Chhatradhar Mahato: সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনে ছত্রধরের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ