PM Modi in Karnataka: কংগ্রেস আমাকে ৯১ বার গালিগালাজ করেছে, আমি মানুষের জন্য কাজ করতেই থাকব: মোদী
Karnaraka Assembly Election: আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। ১৩ মে হবে ফলাফল ঘোষণা। শেষ মুহূর্তে চলছে নির্বাচনী প্রচার। আজ নির্বাচনী প্রচারে আজ কর্নাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্নাটকের বিদর জেলার হুমনাবাদে জনসভা থেকে বক্তব্য রাখছেন মোদী।
বেঙ্গালুরু: আর কয়েকদিন বাদেই কর্নাটক বিধানসভা নির্বাচন (Karntaka Assembly Election 2023)। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত সব রাজনৈতিক দলগুলিই। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই শাসক দলও। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে কর্নাটকে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্নাটকের বিদর জেলায় হুমনাবাদে একটি জনসভায় বক্তব্য রাখছেন মোদী। তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্য দেখে নিন এক নজরে-
- কর্নাটকের জনগণ ভোটের মাধ্যমে কংগ্রেসের অপব্যবহারের জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে: প্রধানমন্ত্রী মোদী
- যাঁরা সাধারণ মানুষের কথা বলে, যাঁরা তাঁদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কংগ্রেস তাঁদের ঘৃণা করে : প্রধানমন্ত্রী মোদী
- এমনকী কংগ্রেস বাবাসাহেব আম্বেদকরকেও গালিগালাজ করেছিল। আমরা দেখছি তাঁরা বীর সাভারকরকে গালি গালাজ করছেন: প্রধানমন্ত্রী মোদী
- কংগ্রেস আবারও আমাকে গালি গালাজ করতে শুরু করেছে। এখন পর্যন্ত তারা আমাকে বিভিন্নভাবে ৯১ বার গালিগালাজ করেছে। কংগ্রেস আমাকে গালি গালাজ করুক, আমি কর্নাটকের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী মোদী
- কংগ্রেস সরকার নির্বাচনের আগে কৃষকদের ঋণ মকুবের নাটক করতে শুরু করে: প্রধানমন্ত্রী মোদী
- বিজেপির ডবল ইঞ্জিন সরকার বিদরের ৩০ হাজার বোনকে লাখপতি দিদি বানিয়ে দিয়েছেন। তাঁদের ঘরের মূল্য এখন ৩০ হাজার টাকা: মোদী
- কংগ্রেস কখনই দরিদ্রদের সংগ্রাম ও বেদনা বুঝতে পারবে না। কংগ্রেস এখানকার বাড়ি বানানোর গতি কমিয়ে দিয়েছে। কিন্তু বিজেপি এখানে মহিলাদের বাড়ির মালিকানা দিয়েছে। কংগ্রেস শুধু তুষ্টিকরণের রাজনীতি করেছে। কর্নাটক কংগ্রেস সরকারের অধীনে ক্ষতিগ্রস্থ হয়েছে। কংগ্রেস শুধু আসন নিয়ে চিন্তিত, রাজ্যের মানুষের কথা নয়। কর্নাটকে উন্নয়ন থমকে দিয়েছে কংগ্রেস: প্রধানমন্ত্রী মোদী
- শুধু তাই নয়। কেন্দ্র থেকে কৃষকদের জন্য ৬ হাজার টাকা দেওয়া হলে। রাজ্যের বিজেপি সরকার সেখানে আরও ৪ হাজার টাকা দিচ্ছে: মোদী
- রাজ্যে বিজেপির সরকার আসতেই তারা সুবিধাভোগী কৃষকদের তালিকা কেন্দ্রের কাছে পাঠিয়েছে। আর এখন কর্নাটকের লক্ষ লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মাননিধির টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন: প্রধানমন্ত্রী মোদী
- আমরা যখন কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেছিলাম, তখন এখানে কংগ্রেস ও জেডিএস-র সরকার ছিল। কিন্তু তারা সুবিধাভোগী কৃষকদের একটি তালিকাই কেন্দ্রের কাছে পাঠানোর ক্ষেত্রে একাধিক বাধা তৈরি করত। তারা তালিকায় পাঠাত না। কংগ্রেস ও জেডিএস-র কৃষকদের প্রতি কতটা ঘৃণা রয়েছে বুঝতে পারছেন? রাজ্য সরকারকে একটা পয়সাও দিতে হত না। সব দিল্লি থেকেই দেওয়া হত। ওদের সমস্যা, তাঁরা মাঝখান থেকে কিছু পাচ্ছেন না। কারণ কেন্দ্রের টাকা সরাসরি সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে যাচ্ছে : প্রধানমন্ত্রী মোদী
- কর্নাটকে যখন ডবল ইঞ্জিন সরকার থাকত না, তখন ছোটো ছোটো প্রকল্পের কাজ শেষ করতে বছরের পর বছর সময় লেগে যেত: প্রধানমন্ত্রী মোদী
- কংগ্রেসের জমানায় প্রতি বছর ৩০ হাজার কোটি টাকার কাছাকাছি বিদেশি বিনিয়োগ আসত। আর বিজেপি সরকারে সময় কর্নাটকে প্রায় ৯০ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ আসছে। এত বড় মহামারি পেরিয়ে গেল। একদিকে যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতেও আমরা এটা করে দেখাতে পেরেছি : প্রধানমন্ত্রী মোদী
- বিজেপি সরকারের কারণে দেশে বিদেশি বিনিয়োগ রেকর্ড ছুঁয়েছে। এই কারণে কর্নাটকেও রেকর্ড বিদেশি বিনিয়োগ এসেছে: প্রধানমন্ত্রী মোদী
- ডবল ইঞ্জিন সরকারের সুবিধার একটি অন্যতম উদাহরণ হল, কর্নাটকে বর্তমানের বিদেশি বিনিয়োগ: প্রধানমন্ত্রী মোদী
- এই জনসভা থেকে ডবল ইঞ্জিন সরকারের কথা তুলে ধরেন মোদী। তিনি বলেন, এই নির্বাচন দেশের অগ্রগতিতে রাজ্যের ভূমিকা নির্ধারণ করবে এবং দেশের এক নম্বর রাজ্য হয়ে থাকার জন্য ডবল ইঞ্জিন সরকার এই রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, “রাজ্যের বিজেপি সরকার ও কেন্দ্রের বিজেপির সরকার যখন এক হবে, তখন কর্নাটককে দেশের ১ নম্বর রাজ্য হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।”
- কর্নাটকের বিদর জেলার হুমনাবাদে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি এর আগেও বিদরের থেকে আশীর্বাদ পেয়েছি। এই নির্বাচন শুধু জয়ের জন্য নয়, কর্নাটককে দেশের এক নম্বর রাজ্যে পরিণত করার জন্য এই নির্বাচন। কোনও রাজ্য তখনই বিকশিত হতে পারে যখন তার সমস্ত অংশ উন্নত হয়।