কলকাতা: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে নির্বাচন। শুক্রবার এই ভোটের শেষ প্রচার। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সকলেই চাইছে নিজেদের সেরাটা দিয়ে শেষবেলার প্রচারে ঝড় তুলতে।
সকাল থেকেই ময়দানে শাসকদলের হেভিওয়েট প্রার্থীরা। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সকাল থেকেই প্রচার করছেন দলের প্রার্থীদের সমর্থনে।
পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানিয়ে আগেই সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি। কিন্তু সেখান থেকে মামলা ফিরিয়ে দেওয়া হয়। এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও মামলা খারিজ হয়ে গিয়েছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ফের শীর্ষ আদালতে বিজেপি। আগামিকাল জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি হবে বলে বিজেপি সূত্রে খবর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে হবে সেই মামলার শুনানি।
বিস্তারিত পড়ুন : KMC Election 2021: দমছে না বিজেপি! কেন্দ্রীয় বাহিনী চেয়ে ফের সুপ্রিম কোর্টে পদ্ম শিবির
পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। সিঙ্গল বেঞ্চের নির্দেশই বহাল রাখল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্য পুলিশেই আস্থা রাখল আদালত। তবে নির্বাচনে কোনও হিংসার ঘটনা ঘটলে আদালতে জবাবদিহি করতে হবে কলকাতার পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি। অন্তর্বর্তী নির্দেশে এমনটাই বলেছে আদালত।
বিস্তারিত পড়ুন: পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়, হিংসার ঘটনা ঘটলে জবাবদিহি করতে হবে ডিজি, সিপিকে
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, মন্ত্রী, জনপ্রতিনিধিরা, যাঁদের নিরাপত্তারক্ষী আছেন, তাঁরা নিজেদের বুথ ছাড়া, পার্টি অফিস ছাড়া যত্রতত্র ঘুড়তে পারবেন না। বিরোধীদের দাবি খারিজ করে কমিশন জানিয়েছে, পোলিং এজেন্টকে বুথেরই হতে হবে। আজ থেকেই রুট মার্চ শুরু হয়েছে। ১১০০ বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু। তাঁর দাবি, ‘দুর্গা পূজার মন্ত্র বিকৃত করেছেন ফিরহাদ’। তিনি বলেন, ‘আপনার ধর্মকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কোনও কলমা বিকৃত করতে পারেন না আপনি, অথচ দুর্গা পূজার মন্ত্র বিকৃত করে বললেন মমতা রূপেণ সংস্থিতা।’
বিস্তারিত পড়ুন: KMC Election 2021: দুর্গা পূজার মন্ত্র বিকৃত করেছেন ফিরহাদ! তৃণমূলকে ‘শিক্ষা’ দেওয়ার বার্তা শুভেন্দুর
কলকাতায় বিজেপির পুর প্রার্থী সজল ঘোষের হয়ে এ দিন প্রচারে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ওমিক্রনের থেকেও ডেঞ্জারাস তৃণমূল। তার হাত থেকে বাঁচতে হলে সজল ঘোষের মতো নেতাদের ভোট দিন।’
কলকাতা: আর মোটে একদিন। তারপরেই কলকাতায় পুরভোট। শেষ প্রচারে তাই নিজ নিজ দলের প্রচারে মন দিয়েছে রাজনৈতিক দলগুলি। শুক্রবার ১২৪ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী শঙ্কর শিকদারের পক্ষে নবপল্লিতে প্রচারে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করার পাশাপাশি নির্বাচন কমিশনকে ‘ঠুঁটো জগন্নাথ’ বলে কটাক্ষ করলেন।
বিস্তারিত পড়ুন: KMC Election 2021: ‘অভিষেকের মিছিলে বাইরে থেকে লোক আনছে, নির্বাচন কমিশন তো ঠুঁটো জগন্নাথ’
আজ পুরভোটের প্রচারের শেষ দিন। গতকাল উত্তর কলকাতার পর আজ দক্ষিণ কলকাতায় রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ থেকে কালীঘাট পর্যন্ত সেই রোড শো চলছে। রাস্তার দু ধারে জড় হয়েছেন বহু মানুষ। সঙ্গে রয়েছেন সুব্রস বক্সি, ফিরহাদ হাকিম। মমতার রোড শো তে যেমন ভিড় হয়, আজকের ছবিটাও অনেকটা একই রকম। সেই ছবি থেকে স্পষ্ট কী ভাবে তৃণমূলে অভিষেকের নেতৃত্ব ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাসের হয়ে শেষবেলার প্রচারে অরূপ বিশ্বাস। ৮১ নম্বর ওয়ার্ডে।
সকাল থেকে প্রচারের ময়দানে কংগ্রেস প্রার্থীরা। ৪৫ নম্বর ওয়ার্ডে জোর প্রচার করেন প্রার্থী সন্তোষ পাঠক। জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। এই ওয়ার্ডে তিনবারের কাউন্সিলর তিনি। সন্তোষ পাঠক বলেন, “লড়াই কিছু নেই। মেয়র ইন কাউন্সিল, কাউন্সিলরকে হারিয়েছি আগে। এখন অন্য জায়গা থেকে লোক এনে দিয়েছে। এখানে কোনও লড়াই হওয়ারই নেই। “
৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চিনু বিশ্বাসের সমর্থনে রাজ চক্রবর্তী প্রচার করেন শুক্রবার।
ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রশ্ন তুললেন অভিষেকের রাজনৈতিক যোগ্যতা নিয়ে। সুকান্তের দাবি, তৃণমূল ক্ষমতায় না থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুথ সভাপতি হওয়ারও যোগ্য নন।
সবিস্তারে পড়ুন: ক্ষমতায় না থাকলে অভিষেক বুথ সভাপতি হওয়ারও যোগ্য নন, তীব্র কটাক্ষ সুকান্তের
সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তৃণমূল প্রার্থী ও তাঁর দুই ছেলের ওপর সভায় ঢিল ছোড়ার অভিযোগ। তির নির্দল প্রার্থীর সমর্থকদের দিকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ১৩৫ নম্বর ওয়ার্ডে।
সবিস্তারে পড়ুন: তৃণমূল প্রার্থী ও তাঁর দুই ছেলেকে সভাতেই ঢিল ছোড়ার অভিযোগ, উত্তপ্ত ১৩৫ নম্বর ওয়ার্ড
কলকাতার পুরভোট হোক ড্রোনের নজরদারিতে। এমনই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। মামলাকারীর নাম গৌতম ঘোষ। মামলাকারীর দাবি, ২০১৫ সালের পুরভোটে এ রাজ্যে ব্যাপক সন্ত্রাস হয়েছিল। তাই বাড়তি নিরাপত্তার জন্য ড্রোনের ব্যবহারের আর্জি জানিয়েছেন তিনি। শুক্রবারই এই মামলার শুনানি হতে পারে।
শেষবেলার প্রচারে সকলেই যখন নিজেদের দিকে লাইমলাইম রাখার চেষ্টা করছেন , ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর ফেসবুক পোস্ট ঘিরেও তখন জোর চর্চা। এই ওয়ার্ডের প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায় কলকাতা পুরভোটের প্রচারের শেষ লগ্নে এসে ফেসবুক পোস্টে বোঝালেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ই তাঁর পথ প্রদর্শক। রক্তের সম্পর্ক না থাকলেও তাঁদের আত্মার যে সম্পর্ক তা চিরস্থায়ী।
সবিস্তারে পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: রক্তের সম্পর্ক বনাম আত্মার সম্পর্ক! ‘সুব্রত আবেগ’ উস্কে শেষবেলার প্রচার সারছেন সুদর্শনা