Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Municipal Corporation Election 2021: তৃণমূল প্রার্থী ও তাঁর দুই ছেলেকে সভাতেই ঢিল ছোড়ার অভিযোগ, উত্তপ্ত ১৩৫ নম্বর ওয়ার্ড

Kolkata Municipal Corporation Election 2021: তির নির্দল প্রার্থীর সমর্থকদের দিকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ১৩৫ নম্বর ওয়ার্ডে।

Kolkata Municipal Corporation Election 2021: তৃণমূল প্রার্থী ও তাঁর দুই ছেলেকে সভাতেই ঢিল ছোড়ার অভিযোগ, উত্তপ্ত ১৩৫ নম্বর ওয়ার্ড
তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে ইট (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 11:20 AM

কলকাতা: তৃণমূল প্রার্থী ও তাঁর দুই ছেলের ওপর সভায় ঢিল ছোড়ার অভিযোগ। তির নির্দল প্রার্থীর সমর্থকদের দিকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ১৩৫ নম্বর ওয়ার্ডে।

কলকাতার পুরসভার ১৩৫ নম্বর ওয়ার্ডে এবারের তৃণমূল প্রার্থী আক্তারি শাহাজাদা। আর নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন এমআইসি শামসুজ্জামান আনসারির পুত্রবধূ রবিনা নাজ। এবারে তৃণমূলের তরফে টিকিট না পেয়ে তিনি নির্দলের হয়ে দাঁড়িয়েছেন। অভিযোগ, টিকিট না পেয়েই আক্রোশ আক্তারি শাহাজাদা ও তাঁর ছেলেদের ওপর।

বৃহস্পতিবার পাহাড়পুর রোডে স্ট্রিট কর্নার করছিলেন আক্তারি শাহাজাদা। পাশেই ছিলেন তাঁর দুই ছেলে। অভিযোগ, সে সময় আচমকাই তাঁদেরকে লক্ষ্য করে ইট ছোড়েন কয়েকজন যুবক। তিনটে বড় ইটের টুকরো স্টেজ লক্ষ্য করে ছোড়া হয় বলে অভিযোগ। সভায় উপস্থিত ছিলেন প্রার্থীর দুই ছেলেও। ইট পড়ায় মাকে সেখান থেকে আগে সরিয়ে নিয়ে যান ছেলেরা।

অভিযোগ, টিকিট না পাওয়ায় শামসুজ্জামান আনসারির ছেলেরাই তাঁদের সভা লক্ষ্য করে ইট ছুড়েছে। আরও অভিযোগ, ভোটের দিন এলাকাবাসীকে ভোটদানে বাধাও দেবেন আনসারির লোকজন। ইতিমধ্যেই গার্ডেনরিচ থানা ও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন প্রার্থীর পরিবারের লোকজন।

তৃণমূল প্রার্থীর আরও অভিযোগ, শামসুজ্জামান আনসারি ১৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী। এখানে নিজের বউমাকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন। তাঁর ছেলে এখানকারই ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন। তৃণমূল প্রার্থীর ছেলের অভিযোগ, “শামসুজ্জামান আনসারি এসব করে নিজেই প্রমাণ করেছেন, যে নির্বাচন তাঁরা হেরে গিয়েছেন। আমাদের কর্মীদের প্রকাশ্যেই হুমকি দেওয়া হচ্ছে। এলাকায় সন্ত্রাস তৈরি করছেন ওঁরা। মেটিয়াবুরুজকে আমরা উন্নয়নের রাস্তায় নিয়ে যাচ্ছি।”

তিনি বলেন, “শামসুজ্জামান আনসারির রাজনৈতিক কেরিয়ার সবাই জানে। আগে সিপিএম করতেন। তারপর নির্দল হয়ে দাঁড়ান, পরে তৃণমূলে আসেন। ফের কংগ্রেস ঘুরে তৃণমূলে আসেন। ফলে তাঁর ব্যাকগ্রাউন্ড সবাই জানে।”

আক্তারি শাহাজাদার ছেলে বলেন, “মায়ের বিরুদ্ধে এখানে বিরোধিতা করার মতো কেউ নেই। আমাদের দলের লোকই এই কাজ করছেন।” তবে এখনও পর্যন্ত অভিযুক্তের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনায় আরও একবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল।

আরও পড়ুন: তৃণমূল প্রার্থী ও তাঁর দুই ছেলেকে সভাতেই ঢিল ছোড়ার অভিযোগ, উত্তপ্ত ১৩৫ নম্বর ওয়ার্ড

আরও পড়ুন: সব মেঘেদের ছুটি! খেজুরের রস-ধোঁয়া ওঠা চা আর কম্বলের আড়মোড়া, জাঁকিয়ে ঠান্ডায় কাবু বাংলা

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'