Kolkata municipal election 2021: সংরক্ষণের আওতায় বদলে গেল আসন, টিকিটও পেলেন না বহু! পুরভোটের আগে রইল তালিকা
kolkata municipal election 2021: এবার তৃণমূলের ৩২ জন বিদায়ী কাউন্সিলর টিকিট পাননি।
কলকাতা: প্রতিবারই ভোট এলে সংরক্ষণের গেরোয় আসন অদল বদল হয়ে যায় বহু প্রার্থীর। চেনা ওয়ার্ড থেকে ভাগ্য পরীক্ষা দিতে যেতে হয় অন্য ওয়ার্ডে। কেউ কেউ তবু জয় নিয়ে নিশ্চিত থাকেন। কারও আবার চিন্তা বাড়ে, নতুন জায়গায় অচেনা মুখের গ্রহণযোগ্যতা থাকবে কি না তা নিয়ে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে রবিবার ভোটগ্রহণ। তার আগে এক নজরে দেখে নেওয়া যাক সংরক্ষণের জটে কোন কোন বিদায়ী কাউন্সিলরের ওয়ার্ড বদলে গেল! আর কার হাত থেকেই বা ফস্কে গেল টিকিট।
এবার ৩২ জন বিদায়ী কাউন্সিলর টিকিট পাননি। অন্যদিকে চারজন বিদায়ী কাউন্সিলর প্রয়াত হয়েছেন। এই চারজনের মধ্যে রয়েছেন ৪৯ নম্বর ওয়ার্ডের অপরাজিতা দাশগুপ্ত, ৬৯ নম্বর ওয়ার্ডে শুকদেব চক্রবর্তী, ১২১ নম্বর ওয়ার্ডের মানিকলাল চট্টোপাধ্যায় এবং ১৪৩ নম্বর ওয়ার্ডের ইন্দ্রজিৎ ভট্টাচার্য। অন্যদিকে যাঁরা এবার টিকিট পাননি তাঁদের মধ্যে উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার একাধিক বিদায়ী কাউন্সিলর রয়েছেন।
এবার টিকিট পেলেন না যে সমস্ত বিদায়ী কাউন্সিলর
তালিকায় রয়েছেন ১ নম্বর ওয়ার্ডের সীতা জয়সয়ারা, ২ নম্বর ওয়ার্ডে পুষ্পালি সিনহা, ৩ নম্বর ওয়ার্ডে শান্তনু সেন, ৮ নম্বর ওয়ার্ডে পার্থ মিত্র, ১২ নম্বর ওয়ার্ডে প্রণতি ভট্টাচার্য, ১৬ নম্বর ওয়ার্ডে সাধন সাহা, ২৫ নম্বর ওয়ার্ডে স্মিতা বক্সি, ৩১ নম্বর ওয়ার্ডে সুনন্দা গুহ, ৩৩ নম্বর ওয়ার্ডে পবিত্র বিশ্বাস, ৩৬ নম্বর ওয়ার্ডে রাজেশ খান্না, ৪০ নম্বর ওয়ার্ডে স্বপ্না দাস, ৪৬ নম্বর ওয়ার্ডে গোপাল সাহা, ৪৭ নম্বর ওয়ার্ডে সুমন সিং, ৪৮ নম্বর ওয়ার্ডে সত্যেন্দ্রনাথ দে।
টিকিট পাননি ৫১ নম্বর ওয়ার্ডে সঞ্চিতা মণ্ডল, ৫৫ নম্বর ওয়ার্ডে অরুণ দাস, ৫৬ নম্বর ওয়ার্ডে দিপালী দাস, ৬৪ নম্বর ওয়ার্ডে ইকবাল আহমেদ (সিনিয়র), ৭৩ নম্বর ওয়ার্ডে রতন মালাকার, ৮৩ নম্বর ওয়ার্ডে মঞ্জুশ্রী মজুমদার, ৯৩ নম্বর ওয়ার্ডে রতন দে, ৯৪ নম্বর ওয়ার্ডে অর্চনা সেনগুপ্ত, ১০০ নম্বর ওয়ার্ডে সুস্মিতা দাম, ১০৫ নম্বর ওয়ার্ডে তরুণ মণ্ডল, ১০৬ নম্বর ওয়ার্ডে মধুমিতা চক্রবর্তী, ১০৮ নম্বর ওয়ার্ডে শ্যামল বন্দ্যোপাধ্যায়, ১১৯ নম্বর ওয়ার্ডে অশোকা মণ্ডল, ১২৬ নম্বর ওয়ার্ডে শিপ্রা ঘটক, ১৩১ নম্বর ওয়ার্ডের শোভন চট্টোপাধ্যায়, ১৩৮ নম্বর ওয়ার্ডে তপসিরা বেগম, ১৩৯ নম্বর ওয়ার্ডে আফতাব উদ্দিন আহমেদ, ১৪১ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম।
সংরক্ষণের গেরোয় ওয়ার্ড বদল হল যাদের
সংরক্ষণের গেরোয় নিজের ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ড থেকে লড়তে হচ্ছে দেবব্রত মজুমদার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপন সাহা, ঘনশ্রী বাগ, নিজামুদ্দিন শামস, সুশান্ত ঘোষ (স্বরূপ), অরূপ চক্রবর্তী, স্বপন সমাদ্দার ও মিতালী বন্দ্যোপাধ্যায়কে।