PM Modi in Manipur: ‘২০১৪-র পরে দিল্লিই এসেছে মণিপুরের দুয়ারে’, এক মুহূর্তও নষ্ট না করার বার্তা নমোর
PM Modi on Manipur's Development: বিরোধী দলগুলিকে কটাক্ষ করে তিনি বলেন, "আগের সরকারগুলির একটাই নীতি ছিল যে উত্তরের দিকে নজর দিও না। কিন্তু আমরা এসে উত্তর পূর্ব ভারতের উন্নতির লক্ষ্যে নীতি গ্রহণ ও কাজ শুরু করেছি।"
ইম্ফল: মণিপুর (Manipur) সহ গোটা উত্তর-পূর্ব ভারতে (North-East India) যে উন্নয়নের জোয়ার এসেছে, তার জন্য রাজ্যবাসীকেই ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। মণিপুরে ২২টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজেপি(BJP)-কে ভোট দেওয়ার জন্য এবং একটি স্থিতিশীল সরকার গঠনের জন্য রাজ্যবাসীকেই ধন্যবাদ জানান।
শক্তিশালী সরকার গঠন করেছেন আপনারা:
বছরের শুরুতেই উত্তর পূর্ব ভারত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি মণিপুরে ৪৮০০ কোটি টাকা খরচে মোট ২২টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এ দিন ইম্ফলে (Imphal) জনসভায় বিপুল সংখ্য়ক মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আপনারা মণিপুরে এমন শক্তিশালী ও স্থিতিশীল সরকার গঠন করেছেন, যা পূর্ণ শক্তি ও পূর্ণ সদস্য নিয়ে রাজ্য পরিচালন করছে। এর কৃতিত্ব আপনাদেরই পাওনা, কারণ আপনারাই ভোট দিয়ে এই সরকার গঠন করেছেন।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষের ভোটের কারণেই মণিপুরের ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি পরিবার বিনামূল্যে বিদ্য়ুৎ পরিষেবা পাচ্ছে এবং ৩০ হাজার পরিবার নিজস্ব শৌচাগার পেয়েছে।”