AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mizoram Exit Poll Results 2023: স্পষ্টতা নেই মিজোরামে, প্রথমবার রাজ্যে খাতা খুলতে পারে বিজেপি

Mizoram Exit Poll Results 2023: একটি সমীক্ষা সংস্থা যেখানে রাজ্যে পালা বদলের ইঙ্গিত দিয়েছে, সেখানে আরও দুই সমীক্ষা সংস্থা ইঙ্গিত দিয়েছে, সম্ভবত ক্ষমতা ধরে রাখবেন জোরামথাঙ্গা। তবে, যে দলই জয়ী হোক, জয়ের ব্য়বধান হতে পারে খুবই কম। কাজেই শেষ পর্যন্ত ফলাফল ত্রিশঙ্কুও হতে পারে।

Mizoram Exit Poll Results 2023: স্পষ্টতা নেই মিজোরামে, প্রথমবার রাজ্যে খাতা খুলতে পারে বিজেপি
জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালদুহোমা এবং মুখ্যমন্ত্রী তথা মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতা জোরামথাঙ্গাImage Credit: Wikipedia
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 9:24 PM
Share

আইজল: বৃহস্পতিবার (৩০ নভেম্বর), তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের পালা শেষ হতেই পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুথ ফেরত সমীক্ষার ফলের সঙ্গে সবসময় আসল ফলাফল মেলে না। তবে, বুথ ফেরত সমীক্ষাগুলি থেকে ফলাফলের একটা প্রবণতা ধরা যায়। কিন্তু, এদিন বুথ ফেরত সমীক্ষা থেকে মিজোরামের ফলাফল সম্পর্কে কোনও স্পষ্ট ছবি এল না। বস্তুত, একটি সমীক্ষা সংস্থা যেখানে রাজ্যে পালা বদলের ইঙ্গিত দিয়েছে, সেখানে আরও দুই সমীক্ষা সংস্থা ইঙ্গিত দিয়েছে, সম্ভবত ক্ষমতা ধরে রাখবেন জোরামথাঙ্গা। তবে, যে দলই জয়ী হোক, জয়ের ব্য়বধান হতে পারে খুবই কম। কাজেই শেষ পর্যন্ত ফলাফল ত্রিশঙ্কুও হতে পারে।

জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ৪০ সদস্যের মিজোরাম বিধানসভায় ১৫ থেকে ২৫টি আসন জিতে জোরামথাঙ্গার মিজো ন্যাশনাল ফ্রন্ট-কে ক্ষমতাচ্যুত করতে পারে বর্তমান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট। আর মিজো ন্যাশনাল ফ্রন্ট পেতে পারে ১০ থেকে ১৪টি আসন।

সিএনএক্স-এর এক্সিট পোল অনুযায়ী, এমএনএফ পেতে পারে ১৪-১৮টি আসন। আর জেডপিএম পেতে পারে ১২-১৬টি আসন। রাজ্যের এক সময়ের শাসক দল কংগ্রেস পেতে পারে ৮-১০ টি আসন। সি ভোটারও বলেছে, এমএনএফ পেতে পারে ১৫-২১টি আসন। আর জেডপিএম এবং কংগ্রেস পেতে পারে যথাক্রমে ১২-১৮ এবং ২-৮ আসন। ইটিজি-র এক্সিট পোল অনুযায়ী, এমএনএফ পেতে পারে ১৪-১৮টি আসন, জেডপিএম ১০-১৪টি আসন। কংগ্রেস পেতে পারে ৯-১৩টি আসন। ম্যাট্রিজের এক্সিট পোলের পূর্বাভাস, এমএনএফ পেতে পারে ১৭-২২টি আসন, জেডপিএম ৭-১২টি আসন এবং কংগ্রেস ৭-১০টি আসন দিয়েছে।

তবে, মিজোরামের বুথ ফেরত সমীক্ষায় একটি অন্য প্রবণতা ধরা পড়েছে। রাজ্যে প্রথমবার থাতা খুলতে পারে বিজেপি। অধিকাংশ সমীক্ষা সংখ্যাই বলছে, তারা সর্বোচ্চ দুটি আসন পেতে পারে। কোনও পরিসংখ্যানেই কোনও স্পষ্ট বিজয়ীর ইঙ্গিত নেই। বরং, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। ফলে, মনে করা হচ্ছে, মিজোরামে এবার ত্রিশঙ্কু ফল হতে পারে। সেই ক্ষেত্রে জোট সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। তবে, মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা দাবি করেছেন, মিজোরামে ফলাফল ত্রিশঙ্কু হবে না, মিজো ন্যাশনাল ফ্রন্টই ফের সরকার গঠন করবে।