AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Punjab Assembly Election 2022 : কোন সমীকরণে জোট, প্রকাশ পেল ‘ফর্মুলা’, জোটে ‘জুনিয়র পার্টনার’ ক্যাপ্টেন

Punjab Polls : পঞ্জাব বিধানসভা নির্বাচনের জন্য আসন বণ্টন চূড়ান্ত করল বিজেপি। বিজেপি ৬৫ আসনে লড়বে, জানিয়ে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

Punjab Assembly Election 2022 : কোন সমীকরণে জোট, প্রকাশ পেল 'ফর্মুলা', জোটে 'জুনিয়র পার্টনার' ক্যাপ্টেন
বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ছবি: ANI
| Edited By: | Updated on: Jan 24, 2022 | 6:19 PM
Share

নয়া দিল্লি : পঞ্জাবে ৬৫ টি আসনে লড়ব বিজেপি। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি জানান, ৩৭ টি আসনে লড়বে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সদ্য গঠিত দল পঞ্জাব লোক কংগ্রেস। এবং শিরোমণি অকালি দল (সংযুক্ত) লড়বে ১৫ টি আসনে। আগেই জানা গিয়েছিল ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দল পঞ্জাব লোক কংগ্রেস এবং শিরোমণি অকালি দল (সংযুক্ত) একজোটে পঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আজ সেই জোট শীলমোহর পড়ল। রাজধানীতে আসন বণ্টন চূড়ান্ত হল এনডিএ এর।

সাংবাদিক বৈঠকে আজ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ঘোষণা করেন পঞ্জাব বিধানসভার ১১৭ টি আসনের মধ্যে ৬৫ টি আসনে লড়বে বিজেপি। এই বৈঠকে পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা লঙ্ঘন নিয়ে তোপ দাগেন জে পি নাড্ডা। তিনি বলেছেন, “পঞ্জাবের উপর আরও বেশি করে মনযোগ দিতে হবে। “। তিনি বলেছেন, “সুরক্ষা (পঞ্জাবে) একটি বড় ইস্যু। এই বিধানসভা নির্বাচন সুরক্ষা ও স্থায়ীত্বের জন্য। আমাদের লক্ষ্য, পঞ্জাবকে ঠিক পথে ফিরিয়ে আনা।”পঞ্জাবে এনডিএ এর আসন বণ্টনের ঘোষণার সময় জে পি নাড্ডা বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯৮৪ সালের দাঙ্গার তদন্তের জন্য SIT গঠন করেছেন এবং আজ অভিযুক্তরা জেলে। আমরা পঞ্জাবে ‘মাফিয়া রাজ’ এর বিলুপ্তি ঘটাব।”

প্রসঙ্গত, অমরিন্দর সিং কংগ্রেস ছাড়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছিলেন বিজেপি যদি তিনি কৃষি আইন বাতিল করেন তবে তিনি বিজেপির সঙ্গে মিলিত হওয়ার কথা ভাবতে পারেন। তারপর সব জল্পনা উড়িয়ে দিয়ে তিনি নিজেই জানিয়েছিলেন, এই মুহুর্তে তিনি বিজেপিতে সরাসরি যোগ দেওয়ার কথা ভাবছেন না। তিনি নিজের নতুন দলের ঘোষণা করেন। তিনি পঞ্জাব লোক কংগ্রেস নামে নিজের দল প্রতিষ্ঠা করেন। বিজেপিতে সরাসরি যোগ না দিলেও বিজেপির সঙ্গে জোট বেঁধে পঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়ার জন্য বিজেপির দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন। তাঁর দল ১১৭ টি আসনের মধ্যে ৩৭ টি আসনে লড়বে।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগে ভোটের দিন ১০ ফেব্রুয়ারি নির্বাচিত হলেও বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীদের অনুরোধে নির্বাচন কমিশন তা পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি করে। ভোট গণনা হবে ১০ মার্চ। তারপরেই জানা যাবে চূড়ান্ত ফলাফল। পঞ্জাবের নাগরিক কাকে বেছে নেবেন তাঁদের প্রতিনিধি হিসেবে তার জন্য ১০ মার্চ অবধি চলবে উত্তেজনা।

আরও পড়ুনPunjab Assembly Election 2022 : মানুষের ভালোবাসার সঙ্গে নোটিস ফ্রি! বিধিভঙ্গে কমিশনের প্রশ্নের মুখে ভগবন্ত

আরও পড়ুনArvind Kejriwal’s New Poll Campaign: ছোট্ট একটা কাজ করলেই মিলবে মুখ্যমন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ! অভিনব প্রচারে নামল আপ