Violence Erupts in Congress Rally: স্লোগান থামাতে মুখে কাপড় গুঁজল পুলিশ! মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খণ্ডযুদ্ধ শিক্ষক-পুলিশদের

Violence in Congress Rally: একটি ভিডিয়োয় দেখা যায়, একজন পুলিশ অফিসার মহিলা বিক্ষোভকারীর জামা ধরে টানছেন। পরে ওই মহিলাকে পুলিশ বাসের ভিতরেও দেখা যায়।

Violence Erupts in Congress Rally: স্লোগান থামাতে মুখে কাপড় গুঁজল পুলিশ! মুখ্যমন্ত্রীর সভা ঘিরে খণ্ডযুদ্ধ শিক্ষক-পুলিশদের
মুখে কাপড় চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। ছবি:ANI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2021 | 6:59 AM

চণ্ডীগঢ়: কংগ্রেসের (Congress) সভা ঘিরেই খণ্ডযুদ্ধ বাঁধল পঞ্জাবে (Punjab)। সামনের বছরই পঞ্জাব, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সম্প্রতিই উত্তর প্রদেশের মহিলাদের জন্য “লড়কি হু, লড় সকতি হু” নামে বিশেষ প্রচার শুরু করেছেন প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi), কিন্তু পঞ্জাবে আসতেই তা বাঁধার মুখে পড়ল। বুধবার সাঙ্গুরে একটি জনসভায় বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি(Charanjit Singh Channi)-র। কিন্তু আচমকাই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে উপস্থিত জনতার। রক্তাক্ত অবস্থায় পুরুষ ও মহিলা সমর্থকদের প্রিজন ভ্যানে তুলতে দেখা যায়।

ভাইরাল হওয়া ভিডিয়োয় পুলিশকে মহিলাদের গলা চেপে ধরা, টানা হ্যাঁচড়া করতে দেখা করতে দেখা যায়। সভাস্থল থেকে জোর করে তাদের প্রিজন ভ্যানে তোলা হয়। জানা গিয়েছে, শিক্ষকদের নিয়োগ নিয়ে বিগত কিছুদিন ধরেই পঞ্জাবে যে বিক্ষোভের আঁচ ছড়িয়েছে, তার জেরেই গতকালের ঘটনা ঘটে। গতকালও যোগ্য শিক্ষক, যারা চাকরি পাচ্ছেন না, তারা আন্দোলনস্থলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তাদের সরাতে গেলেই হাতাহাতি শুরু হয়।

মুখ্যমন্ত্রী চন্নি মঞ্চে ওঠার পরই বিক্ষোভকারী শিক্ষকরা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতেই এগিয়ে আসে পুলিশ, কিন্তু তাদের আচরণ ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। যে ভিডিয়োগুলি উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের স্লোগান দেওয়া থেকে আটকাতে পুলিশ তাদের মুখে কাপড় গুঁজে দিচ্ছে।

অন্যদিকে আরেকটি ভিডিয়োয় দেখা যায়, একজন পুলিশ অফিসার মহিলা বিক্ষোভকারীর জামা ধরে টানছেন। পরে ওই মহিলাকে পুলিশ বাসের ভিতরেও দেখা যায়। তবে পুলিশের ধর পাকড়েও দমে যায়নি বিক্ষোভকারীরা। তারা প্রিজন বাসের ভিতর থেকেও মুখ্যমন্ত্রী চন্নি ও পঞ্জাব সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। আরেকটি ভিডিয়োয় দেখা যায়, এক যুবককে পুলিশ মাটিতে ফেলার চেষ্টা করছেন কয়েকজন পুলিশ কর্মী এবং তার বুকের উপর পা তুলে দেওয়া হয়েছে।

বিক্ষোভ থামাতে গিয়ে পুলিশের অত্যাচারের একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার সময় মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি বক্তব্য পেশের জন্য উপস্থিত থাকলেও তিনি পুলিশদের থামানোর কোনও চেষ্টা করেননি। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে নিন্দার ঝড় উঠেছে। বিজেপির তরফেও রাজ্যের পুলিশদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলবা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা গান্ধীর মহিলা কেন্দ্রিক প্রচারেরও সমালোচনা করা হয়েছে।

তবে এই প্রথম পঞ্জাব পুলিশ মুখ্যমন্ত্রী চন্নিকে সুরক্ষা দিতে গিয়ে সমালোচনার মুখে পড়ল না। এর আগেও চলতি মাসের শুরুতেই পঞ্জাব পুলিশের তরফে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের বিক্ষোভকারীদের স্লোগান চাপা দিতে লাউডস্পিকারে ধর্মীয় গান করতে নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করেও তুমুল সমালোচনার ঝড় ওঠে। যদিও প্রশাসনের তরফে এটিকে “সামান্য ভুল” বলে উড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গতকালের ঘটনায় ফের একবার পুলিশ সরকারের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা, এই প্রশ্ন উঠে এসেছে।

Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
মনোজ মিত্র, বাংলা নাটকের অমূল্য রত্ন, কেমন ছিল তাঁর এই চলার পথ?
Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্
Govinda: নির্বাচনী প্রচারের মাঝে অসুস্থ গোবিন্দা, তড়িঘড়ি ফিরলেন মুম্
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?