BJP and Congress issue Whip: বৃহস্পতিতে রাজ্যসভায় হুইপ কংগ্রেস-বিজেপির, সাংসদ সাসপেন্ডের ইস্যুতে ফের উত্তাল হতে পারে সংসদ
Parliament Winter Session: বৃহস্পতিবার সংসদীয় রাজনীতি আরও উত্তাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই আগাম পূর্বাভাস সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল কংগ্রেস - বিজেপি উভয় শিবিরই। তাই সংসদের দুই প্রধান দলই নিজেদের রাজ্যসভার সাংসদদের বৃহস্পতিবার অধিবেশনে উপস্থিত থাকার জন্য় হুইপ জারি করেছে।
নয়া দিল্লি : স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে আজ দিনভর হই-হট্টগোল চলেছে সংসদে। বিশেষ করে মঙ্গলবার উত্তর প্রদেশ পুলিশের সিটের তদন্ত রিপোর্ট প্রকাশে আসার পর বিরোধীরা লোপ্পা বলে ছক্কা হাঁকাতে ছাড়েননি। দফায় দফায় মুলতবি হয়েছে সংসদের উভয় কক্ষের অধিবেশন। আর এরই মধ্যে বৃহস্পতিবার সংসদীয় রাজনীতি আরও উত্তাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আর সেই আগাম পূর্বাভাস সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল কংগ্রেস – বিজেপি উভয় শিবিরই। তাই সংসদের দুই প্রধান দলই নিজেদের রাজ্যসভার সাংসদদের বৃহস্পতিবার অধিবেশনে উপস্থিত থাকার জন্য় হুইপ জারি করেছে।
হুইপ জারি কংগ্রেসের
তবে এই নিয়ে কোনও পক্ষই বিশেষ কিছু মুখ খুলতে চাইছে না। এখনও পর্যন্ত কংগ্রেসের তরফে কেবল একটি তিন লাইনের হুইপ জারি করা ছাড়া আর কিছুই বলা হয়নি। আর সেই তিন লাইনের হুইপে কেবল বলা হয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজ্যসভায় আলোচনা হবে। তাই বৃহস্পতিবার প্রত্যেক সাংসদকে বেলা ১১ টার সময় রাজ্যসভায় উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
কংগ্রেসের হুইপ অনুযায়ী, “আগামিকাল, ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা হবে। রাজ্যসভায় কংগ্রেস দলের সকল সাংসদকে বেলা ১১টা থেকে সংসদ মুলতবি না হওয়া পর্যন্ত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। বৃহস্পতিবার অবশ্যই দলীয় অবস্থানকে সমর্থন করেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হতে পারে।”
পাল্টা হুইপ জারি করেছে বিজেপিও
কংগ্রেসের হুইপের পরেই পাল্টা হুইপ জারি করেছে বিজেপি শিবিরও। পদ্ম শিবিরের তরফেও দলের রাজ্যসভার সকল সাংসদকে বৃহস্পতিবার অধিবেশনে উপস্থিত থাকতে বলা হয়েছে। রাজ্যসভার সকল বিজেপি সাংসদকে রাজ্যসভার অধিবেশনে উপস্থিত থেকে সরকার পক্ষের অবস্থানকে সমর্থন করার জন্য বলা হয়েছে এবং বিলগুলির সমর্থন করতে অনুরোধ করা হয়েছে।
একাধিক ইস্যুতে উত্তাল হওয়ার সম্ভাবনা
উল্লেখ্য, সাসপেন্ড হওয়া ১২ জন সাংসদের ইস্যুতে আজ দফায় দফায় উত্তাল হয়েছে রাজ্যসভা। তিন বার মুলতবি হওয়ার পর শেষ পর্যন্ত বুধবারের মতো রাজ্যসভার অধিবেশন মুলতবি হয়ে যায়। ওয়াকিবহাল সূত্রের খবর, আগামিকাল এই নিয়ে ফের বিরোধী সাংসদরা সরব হতে পারেন। তাই রাজ্যসভায় সরকার পক্ষের পাল্লাও যাতে যথেষ্ট ভারী থাকে, তা নিশ্চিত করতে চাইছে বিজেপি শিবির।
এর পাশাপাশি অজয় মিশ্রের ইস্যুটিও বৃহস্পতিবার ফের একবার বিরোধীরা হাতিয়ার করতে পারে। বিশেষ করে আজ সাংবাদিকের প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রীর মেজাজ হারানোকে বিষয়টিকে নিজদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন বিরোধী সাংসদরা। ফের একবার অজয় মিশ্রকে মন্ত্রিসভা থেকে সড়ানোর দাবিতে সরব হতে পারেন তাঁরা। সূত্রের খবর, বিজেপি নেতৃত্ব অজয় মিশ্রর আজকের ব্যবহারে অখুশি হলেও, তাঁর কাছ থেকে ইস্তফা চাওয়ার কোনও পরিকল্পনা নেই দলীয় নেতৃত্ব। তাই এই ইস্যুটিকেও যাতে বিরোধীরা খুব বড় হাতিয়ার করে তুলতে না পারে, সম্ভবত সেই কারণেই দলীয় সাংসদদের জন্য হুইপ জারি করেছে পদ্ম শিবির।
আরও পড়ুন: BJP Clash in Singur: বিজেপির কর্মসূচিতে ‘আমন্ত্রিত নন’ মাস্টারমশাই, ‘নিজে কেন আসেননি?’, প্রশ্ন দলের