লখনউ : প্রথম দফা ভোটের আর বেশি দিন বাকি নেই উত্তর প্রদেশে। সব দলই প্রায় প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে। আর ভোট যত এগিয়ে আসছে ততই শাসক-বিরোধী তরজায় পারদ চড়ছে। এবার ভোটের আবহে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী। তাঁর দাবি, গেরুয়া বসনধারী হয়ে যোগী যে আশ্রমে বাস করেন, সেটা নাকি এক বিশাল বাংলোর তুলনায় কোনও অংশে কম নয়। একের পর এক টুইটে শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।
গোরক্ষপুর মঠের প্রধান পুরোহিত যোগী আদিত্যনাথ। দীর্ঘদিন ধরেই গোরক্ষপুর কেন্দ্র থেকেই লড়াই করেছেন তিনি। মায়াবতী টুইটে দাবি করেছেন কোনও আশ্রম নয়, গোরক্ষপুরে এক বিশাল বাংলোতে বাস করেন যোগী। মায়াবতীর দাবি, অনেকেই হয়ত যোগীর সেই বিলাসবহুল ভবনের কথা জানেনই না। মায়াবতীর কথায়, এই কথাটা মানুষকে জানালে ভালো করতেন যোগী।
1. शायद पश्चिमी यू.पी. की जनता को यह मालूम नहीं है कि गोरखपुर में योगी जी का बना मठ जहाँ वो अधिकांश निवास करते हैं, वो कोई बड़े बगंले से कम नहीं है। यदि इस बारे में भी यह बता देते तो बेहतर होता। 1/3
— Mayawati (@Mayawati) January 23, 2022
ভোটের মুখে উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন মায়াবতী। তাঁর দাবি, রাজ্য জুড়ে ভয়, দুর্নীতি, বিদ্বেষ, নিরাপত্তা হীনতা তৈরি হয়েছে। একই সঙ্গে বিজেপির আমলে কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি সরকারের অধীনে রাজ্যের পরিবেশ-পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি মায়াবতীর।
1. भय, भ्रष्टाचार, भेदभाव व जान-माल-मजहब की असुरक्षा अर्थात् यूपी की बदतर कानून-व्यवस्था, बेरोजगारी व लाखों पलायन आदि विशाल आबादी वाले इस राज्य की सबसे बड़ी समस्याएं हैं, जो लगातार बढ़ती ही जा रही हैं एवं लोगों में कुण्ठा पैदा कर रही हैं तथा समाज व प्रदेश पिछड़ रहा है, अति-दुःखद।
— Mayawati (@Mayawati) January 24, 2022
মায়াবতীর দাবি, বিজেপি সরকারের উচিৎ শুধু নিজেদের গুণগান না করে বহুজন সমাজ পার্টির আমলে কী কী কাজ হয়েছে, সেটাও মানুষকে বলা। উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী জানান, তাঁর আমলে ‘মান্যবর শ্রী কাংশি রামজি শাহারি গরীব আবাস যোজনা’য় ২ লক্ষ পাকা বাড়ি দেওয়া হয়েছিল মাত্র দু দফায়। লক্ষাধিক মানুষকে জমি প্রদান করা হয়েছিল বলেও উল্লেখ করেছেন মায়াবতী।
উল্লেখ্য দীর্ঘ সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মায়াবতী। দলিত সম্প্রদায় থেকে উঠে আসা এই নেত্রীকে আদর্শ বলে মানতেন সে রাজ্যেক এক বড় অংশের মানুষ। পরে সমাজবাদী পার্টির কাছে হেরে যান তিনি। ২০১৭-তে বিজেপির বিরুদ্ধে লড়তে সেই সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছিলেন মায়াবতী। যদিও তাতে বিজেপিকে আটকানো সম্ভব হয়নি। এবার একাই লড়ছে বহুজন সমাজ পার্টি।
আরও পড়ুন : Uddhav Thackeray on BJP: ‘২৫ বছর নষ্ট করলাম’, বাল ঠাকরের জন্মজয়ন্তীতে কীসের আক্ষেপ মুখ্যমন্ত্রীর গলায়?