AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UP Assembly Election Result 2022 : গেরুয়া ঝড়ের মাঝেও যোগীর ডেপুটির হার, বাকি মন্ত্রীরা পারলেন নিজেদের কেন্দ্রে টিকে থাকতে!

UP Assembly Election Result 2022 : উত্তর প্রদেশে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। এই গেরুয়া ঝড়ে মধ্য়েও জিততে পারেননি যোগীর ডেপুটি কেশব প্রসাদ মৌর্য।

UP Assembly Election Result 2022 : গেরুয়া ঝড়ের মাঝেও যোগীর ডেপুটির হার, বাকি মন্ত্রীরা পারলেন নিজেদের কেন্দ্রে টিকে থাকতে!
ছবি সৌজন্যে : টুইটার
| Edited By: | Updated on: Mar 10, 2022 | 11:25 PM
Share

লখনউ : ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ অবধি চলল পাঁচ বিধানসভা নির্বাচনের ভোটপর্ব। এই ভোট পঞ্চমীতে সাত দফায় নির্বাচন হয়েছে ৪০৩ টি বিধানসভা আসন সমন্বিত উত্তর প্রদেশে। রাজনৈতিক মহলে একটি কথা বহুল প্রচলিত যে উত্তর প্রদেশের উপর দিয়েই দিল্লি যাওয়ার রাস্তা। এই লক্ষ্যে উত্তর প্রদেশে নিজেদের আসন ধরে রাখা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং তাতে সফল হয়েছে যোগী সরকার। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ এর ফাইনাল ম্যাচের আগে সেমিফাইনালে হাত পাকিয়ে নিল বিজেপি। উত্তর প্রদেশে হবু মুখ্যমন্ত্রী হতে চলেছেন যোগী আদিত্য়নাথ। গোরক্ষপুর আসন থেকে তিনি ২০২২ এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই আসন থেকে এক লক্ষের বেশি ভোটে জিতেছেন উত্তর প্রদেশের হবু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশের ৩৭ বমুখ্ছরের ইতিহাস ভাঙল বিজেপি। ৩৭ বছরে উত্তর প্রদেশে কোনও সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকার পর পুনরায় ক্ষমতায় আসতে পারেনি। বিজেপি সরকারই প্রথমবারের জন্য টানা দ্বিতীয়বার উত্তর প্রদেশে ক্ষমতায় এলেন। যোগী জিতলেও হেরে গিয়েছেন যোগীর ক্যাবিনেটের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি সিরাথু বিধানসভাকেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যোগীর ক্যাবিনেটের একাধিক মন্ত্রী। কে কোথায় রয়েছেন একবার দেখে নেওয়া যাক।

এক নজরে যোগীর ক্যাবিনেটের মন্ত্রীদের হার-জিত :

উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সিরাথু বিধানসভাকেন্দ্র থেকে হেরে গিয়েছেন।

যোগীর ক্যাবিনেটে কৃষি মন্ত্রী সূর্য প্রতাপ শাহি পাথরদেভা আসন থেকে জয়ী হয়েছেন।

অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না শাহজাহানপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

শিল্পমন্ত্রী সতীশ মাহানা মহারাজপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

তফসিলি-জনজাতি মন্ত্রী রামাপতি শাস্ত্রী মঙ্কাপুর বিধানসভাকেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রী জয় প্রতাপ সিং বাঁসি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক দেওবাঁদ থেকে জয়ী হয়েছেন।

দুগ্ধ-মৎস্য মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী ছাতা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

শক্তি মন্ত্রী শ্রীকান্ত শর্মা মথুরা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

বস্ত্র মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং পশ্চিম এলাহাবাদ থেকে জয়ী হয়েছেন।

শহর-উন্নয়ন মন্ত্রী আশুতোষ ট্যান্ডন লখনউ পূর্ব কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

অসামরিক বিমানমন্ত্রী নন্দ গোপাল গুপ্ত এলাহাবাদ দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

জলশক্তি মন্ত্রী মহেন্দ্র সিং পিপরাইচ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

অনগ্রসর জাতি মন্ত্রী অনিল রাজভার শিবপুর আসন থেকে জয়ী হয়েছেন।

শুল্ক মন্ত্রী শ্রীরাম নরেশ অগ্নিহোত্রী ভোনগাঁও কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

পঞ্চায়েত মন্ত্রী ভূপেন্দ্র সিং চৌধরি হেরে গিয়েছেন।

গ্রামোন্নয়ন মন্ত্রী পাত্তি কেন্দ্র থেকে হেরে গিয়েছেন।

আরও পড়ুন : Manipur Assembly Election Result 2022: ৬টি আসন জিতে মণিপুরে ‘স্টেট পার্টি’ হওয়ার পথে নীতীশের দল