UP Assembly Election 2022 : ‘কঠিন সময়ে দক্ষ নেতৃত্বের প্রয়োজন,’ ইউক্রেন-রাশিয়া ইস্যু তুলে উত্তর প্রদেশের ময়দানে ভোট প্রার্থনা মোদীর
Uttar Pradesh Assembly Election 2022 : মঙ্গলবার উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে ভোট দেওয়ার আর্জি জানান। পাশাপাশি সমাজবাদী পার্টিকেও তোপ দাগেন।
লখনউ : উত্তর প্রদেশে চলছে চতুর্থ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া। বাকি রয়েছে আরও তিন দফার নির্বাচন। ৪০৩ বিধানসভা কেন্দ্র সমন্বিত উত্তর প্রদেশে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর মধ্যে মঙ্গলবার উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের বহরাইচের (Bahraich)একটি নির্বাচনী জনসভা থেকে তিনি রাশিয়া-ইউক্রেন সংঘাত ইস্যুতে বক্তব্য রাখেন। তিনি এই “বিশ্বে অশান্তি” পরিস্থিতিতে ভারতকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন। বর্তমানে রাশিয়া-ইউক্রেনের পরিস্থিতি নিয়ে চিন্তিত গোটা আন্তর্জাতিক মহল। রাশিয়ার ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পরে এই চিন্তা আরও দ্বিগুণ হয়েছে। ঠাণ্ডা লড়াইয়ের (Cold War) পর রাশিয়া-ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় সংকট হতে পারে বলে মনে করছেন একাধিক পশ্চিমী নেতারা।
তিনি মঙ্গলবার বহরাইচের জনসভায় বলেছেন, “আপনারা দেখতে পারছেন এই মুহূর্তে বিশ্বে অনেক বড় অশান্তির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ভারত এবং সকল মানব জাতির উচিত আজ শক্ত থাকা। আজ আপনাদের প্রতিটি ভোট ভারতকে শক্তিশালী করবে।” এই বক্তৃতার মধ্য দিয়ে তিনি সকল উত্তর প্রদেশের বাসিন্দাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান। তিনি বলেছেন, “স্কুলেও অভিভাবকরা একজন দক্ষ শিক্ষক-শিক্ষিকা পছন্দ করেন নিজের সন্তানদের জন্য। দায়িত্ব পালনের জন্য ভারতের মতো এত বড় দেশেরও একজন দক্ষ নেতৃত্বের দরকার।” তিনি বলেছেন, “কঠিন সময়ে কঠোর নেতৃত্বের প্রয়োজন।”
প্রসঙ্গত, সোমবার ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপরই তিনি ইউক্রেনের দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলে ট্যাঙ্ক ও সেনা পাঠান বলে খবর পাওয়া গিয়েছিল। রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধেরই ইঙ্গিত বলে মনে করছেন আন্তর্জাতিক মহলের একাংশ। উদ্বেগ প্রকাশ করে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের কোনও কিছুর জন্য অপেক্ষা না করে ইতিমধ্যে দেশে ফিরে আসার আবেদন করা হয়েছে। এইবার এই প্রসঙ্গে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী উত্তর প্রদেশে প্রধান প্রতিপক্ষ সমাজবাদী পার্টি (SP) কে আক্রমণ করেন। তিনি সমাজবাদী পার্টির বিরুদ্ধে পরিবারবাদ এবং সন্ত্রাসবাদীদের প্রতি নরম হওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, “এই ‘পরিবারবাদীরা’ সন্ত্রাসীদের প্রতি ভালোবাসা দেখিয়েছে যারা উত্তরপ্রদেশে অনেক বিস্ফোরণের জন্য দোষী। তারা ওই সন্ত্রাসীদের জেল থেকে ছাড়ার ষড়যন্ত্র করছিল। সমাজবাদী সরকার এমনকি সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ছিল। ২০০৮ সালের আহমেদাবাদ বিস্ফোরণের রায়ে তারা নীরব। সবাই জানে কে কাকে সাহায্য করেছিল। যারা দেশের নিরাপত্তার কথা ভাবতে পারে না তারা কখনই উত্তরপ্রদেশের কোনও উপকার করতে পারে না।”
আরও পড়ুন : ED Arrests Nawab Malik : ৭ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ, অবশেষে দাউদ যোগে ‘নবাব’ কে গ্রফতার করল ইডি