লখনউ : সোমবার শেষ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উত্তর প্রদেশে। ১০ মার্চ চূড়ান্ত ফলাফল জানা যাবে উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের। বৃহস্পতিবার ভোট গণনার আগে মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তুললেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তিনি জানিয়েছেন যে, অযোধ্যায় এইবার সপা জিতছে জেনেই বিজেপি ভয় পেয়ে গিয়েছে। নির্বাচন কমিশনকে এই ঘটনায় হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন সপা নেতা।
এদিন একটি সাংবাদিক সম্মেলনে অখিলেশ দাবি করেছেন, “সমাজবাদী পার্টি এইবার অযোধ্যায় ক্ষমতায় আসছে তাই বিজেপি ভয় পেয়ে গিয়েছে।” তিনি আরও অভিযোগ তুলেছেন যে, স্থানীয় প্রার্থীদের না জানিয়েই বারাণসীতে ইভিএম নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, “বুথ ফেরত সমীক্ষা এমন একটা ধারণা তৈরি করতে চায় যে বিজেপি জিতছে। গণতন্ত্রের জন্য এটাই শেষ লড়াই। প্রার্থীদের না জানিয়ে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে ইভিএম সরানো হলে আমাদের সতর্ক হতে হবে। এটা চুরি। আমাদের ভোট বাঁচাতে হবে। আমরা এর বিরুদ্ধে আদালতে যেতে পারি কিন্তু তার আগে আমি গণতন্ত্র বাঁচাতে জনগণের কাছে আবেদন জানাতে চাই।”
প্রসঙ্গত, গতকাল শেষ দফার নির্বাচনের পর টিভি৯ নেটওয়ার্ক এবং পোলস্ট্র্যাটের যৌথ প্রয়াসে বুথ ফেরত সমীক্ষা করা হয়েছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে দ্বিতীয়বারের জন্য মসনদে বসতে পারে বিজেপিই। তবে গতবারের তুলনায় আসন সংখ্যা প্রায় ১০০ র মতো হেরফের হতে পারে। এদিকে প্রায় ১৫০ টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে অখিলেশের দল। দ্বিতীয় স্থানে থাকতে পারে বসপা। কংগ্রেসের একেবারে ধরাশায়ী অবস্থা।
আরও পড়ুন : Amit Shah In Agartala : ‘বিজেপিকে পুনরায় ক্ষমতা আনলে ত্রিপুরাকে এক নম্বর রাজ্য বানানো হবে’
আরও পড়ুন : Russia-Ukraine Conflict : ইউক্রেন থেকে বেরোনোর কার্যত শেষ সুযোগ, নির্দেশিকা জারি ভারতীয় দূতাবাসের
আরও পড়ুন : Assembly Election Results 2022 Date : পাঁচ রাজ্যে নির্বাচন সমাপ্ত, ১০ মার্চেই ভাগ্য নির্ধারণ