Haripal Assembly Election Result 2021 Live Update in Bengali: হরিপালে বিজেপি-তৃণমূলের জোর লড়াই, লাইভ আপডেট
Haripal Assembly Election Result 2021 Live Update in Bengali:জোট-তৃণমূল না বিজেপি? হরিপালের মন কোন দিকে?

পশ্চিমবঙ্গে এই প্রথবার আট দফায় ২৯৪ কেন্দ্রে ভোট হয়েছে। এ বার সকলে তাকিয়ে ভোটের ফলাফলের দিকে। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) হরিপাল বিধানসভা আসনে তৃণমূল (TMC) প্রার্থী করেছে ডঃ করবী মান্নাকে । বিজেপি (BJP) সমীরণ মিত্রকে টিকিট দিয়েছে। একুশের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক নজরে দেখে নেওয়া যাক হরিপালের আপডেট:
হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী করবী মান্না জয়ী। তাঁর মোট প্রাপ্ত ভোট ১১০২১৫।
২০তম রাউন্ড শেষে হরিপাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী করবী মান্না ১২৯৩৩ ভোটে এগিয়ে।
২০১৬ বিধানসভা নির্বাচনে ধনেখালি
গত বিধানসভা এই আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে। ২০১৬ বিধানসভা নির্বাচনে এই আসনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। তিনি সিপিএমের যোগিয়ানন্দ মিত্রকে ৩১,৪৭৫ ভোটে হারিয়েছিলেন। তৃণমূল প্রার্থী মোট ভোট পেয়েছিলেন ১ লক্ষ ১০ হাজার ৮৯৯, আর যোগিয়ানন্দ পেয়েছিলেন ৭৯ হাজার ৪২৪ ভোট। ২০১৬-র নির্বাচনে এখানে তৃতীয় স্থানে ছিল বিজেপি। পদ্মপ্রার্থী ১১ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।
মোট ভোটারের সংখ্যা
২০১৬ বিধানসভার নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২,৪৬,৫৮৮। আগের বিধানসভা নির্বাচনে এখানে মোট ভোট দিয়েছিলেন ২,০৮,৫৩০ জন। এখানকার ৩০০টি বুথে ৮৪ শতাংশের বেশি ভোট পড়েছিল।
হরিপাল বিধানসভা কেন্দ্রে প্রথমবার ভোট পড়েছিল ১৯৬৭ সালে। যেখানে জয়ী হয়েছিলেন এসএসপি প্রার্থী। এরপর এই বিধানসভা কেন্দ্রে সিপিএমের দাপট ছিল। ২০১১ সালে এখানে তৃণমূল জেতে।
বিগত নির্বাচনের পরিসংখ্যান
বিদায়ী বিধায়ক: বেচারাম মান্না মোট প্রাপ্ত ভোট: ১,১০,৮৯৯ মোট ভোটার: ২,৪৬,৫৮৮ ভোট শতাংশ: ৮৪.৫৭ মোট প্রার্থী: ৬
