AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তৃণমূলের গড়ে নির্বিঘ্নে মনোনয়ন জমা দিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি

 সম্প্রতি, পীরজাদা আব্বাস সভায় এসে বলেছিলেন, ‘ভাঙড়ের মানুষ আমার ভাইকে ভালবাসে। তাই নওশাদ ভাঙড়ের প্রার্থী।’

তৃণমূলের গড়ে নির্বিঘ্নে মনোনয়ন জমা দিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি
নিজস্ব চিত্র
| Updated on: Mar 20, 2021 | 11:18 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: সম্প্রতি, ভাঙড়ের চন্দনেশ্বরে গিয়ে ‘বুক ফোলানো’ বক্তৃতা দিয়েছিলেন ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকি। অনতিপরেই তৃণমূল-আইএসএফের (TMC-ISF Clash) খণ্ডযুদ্ধে উত্তাল হয়ে উঠেছিল ভাঙড়। সেই তৃণমূলের ভাঙড়েই শনিবার নির্বিঘ্নে মনোনয়ন পত্র জমা দিলেন সংযুক্ত মোর্চার তরফে ভাঙড়ের প্রার্থী নওশাদ সিদিক্কি।

এদিন, নওশাদ মিছিল করে বারুইপুর মহকুমা শাসকের দফতরে পৌঁছন। কোনওরকম অপ্রীতিকর অবস্থা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।মনোনয়ন জমা দিয়ে আসার পর, এদিন নওশাদ বলেন, ‘এবার ভাঙড়ে আমরা জিতবই।’

সম্প্রতি, পীরজাদা আব্বাস (Abbas Siddiqui) সভায় এসে বলেছিলেন, ‘ভাঙড়ের মানুষ আমার ভাইকে ভালবাসে। তাই নওশাদ ভাঙড়ের প্রার্থী।’ আব্বাস সেদিন আরও জানান, আগামী ২৮ মার্চ ভাঙড়ের বিদায়ী বিধায়ক শওকত মোল্লার গড় জীবনতলায় সভা করবেন।

আব্বাসের এই হুঁশিয়ারির জন্যই কি আজ নির্বিঘ্নে মনোনয়ন জমা দিতে সক্ষম হলেন নওশাদ? এ প্রসঙ্গে আব্বাস বা নওশাদ কারোর প্রতিক্রিয়া না পাওয়া গেলেও ভাঙড়ে তৃণমূল নেতৃত্বের দাবি, গণতন্ত্রের নিয়ম মেনেই কেউ নির্বাচনে লড়তে পারে। সেক্ষেত্রে বাধা দেওয়ার কিছু নেই। ভাঙড়ে জোড়াফুলই জয়ী হবে।

উল্লেখ্য, বুধবার, চন্দনেশ্বরের সভা থেকে আব্বাস ঘোষণা করেন, কম সময়ের মধ্যে প্রতীক না মেলায় নির্বাচন কমিশনের নিয়ম মেনে রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির খাম চিহ্নেই প্রতিদ্বন্দ্বিতা করবে আইএসএফ (ISF)।

আরও পড়ুন: ‘ক্ষমতা থাকলে আমাদের টাচ করে দেখাক’, ‘ভাইজানের’ বুক ফোলানো ভাষণের পর ভাঙড়ে ধুন্ধুমার