AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kakdwip Assembly Election Result 2021 Live: কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপি আর তৃণমূলের মধ্যে তীব্র লড়াই, লাইভ আপডেট

Kakdwip Assembly Election Result 2021 Live Update in Bengali: কাকদ্বীপে গতবার তৃণমূলের প্রাধান্য ছিল।

Kakdwip Assembly Election Result 2021 Live: কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপি আর তৃণমূলের মধ্যে তীব্র লড়াই, লাইভ আপডেট
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা
| Edited By: | Updated on: May 02, 2021 | 3:37 PM
Share

পশ্চিমবঙ্গে (West Bengal) কাকদ্বীপ বিধানসভা কেন্দ্র (Kakdwip Assembly Seat) রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা (South 24 Pgs) জেলার অন্তর্গত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) ৫ প্রার্থীর লড়াই। কাকদ্বীপে তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী মন্টুরাম পাখিরা (Manturam Pakhira), ভারতীয় জনতা পার্টির (BJP) দীপঙ্কর জানা (Dipankar Jana), কংগ্রেসের(Congress) ইন্দ্রনীল রাউত (Indranil Rout) ছাড়া আরও ২ প্রার্থী রয়েছেন লড়াইয়ে। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) নেতৃত্বে লড়াই করা বিজেপির কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক নির্ভর করছে এই নির্বাচনের উপর।

২০১৬ সালের নির্বাচন

কাকদ্বীপে গতবার তৃণমূলের প্রাধান্য ছিল। ২০১৬ সালের নির্বাচনে তৃণমূলের মন্টুরাম পাখিরা তৃতীয়বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কংগ্রেসের রফিকউদ্দিন মোল্লাকে ২৪৯১৯ ভোটে হারিয়েছিলেন। মন্টুরাম সব মিলিয়ে পেয়েছিলেন ১০৪৭৫০ ভোট। রফিকউদ্দিন ৭৯৮৩১ ভোট পেয়েছিলেন। বিজেপি ছিল ৩ নম্বরে। তাদের প্রার্থী ৬ হাজারের বেশি ভোট পেয়েছিলেন।

মোট ভোটের হিসেব

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কাকদ্বীপে মোট ভোটারের সংখ্যা ছিল ২১৭০৯৪। যার মধ্যে ১৯৫১৮৭ ভোট পড়েছিল। ২৪৯ বুথে সব মিলিয়ে ৯০ শতাংশ ভোট পড়েছিল। কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রে প্রথমবার ভোট হয়েছিল ১৯৫৭ সালে। ওই ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী। গত কয়েকটি বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএমেরই প্রাধান্য থেকেছে বেশি। ২০০১ সালে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।

আগের নির্বাচনের ফলাফল

বিদায়ী বিধায়ক : মন্টুরাম পাখিরা প্রাপ্ত ভোট : ১০৪৭৫০ মোট ভোটার : ২১৭০৯৪ ভোট শতাংশ : ৮৯.৯১% মোট প্রার্থী : ৬