১১ দিনের মাথায় ফের রাজ্যে নরেন্দ্র মোদী, এবার পুরুলিয়া-কাঁথি

বিজেপি সূত্রে খবর, ভোটের আগে বাংলায় ২০টি জনসভার পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদীর (Narendra Modi)।

১১ দিনের মাথায় ফের রাজ্যে নরেন্দ্র মোদী, এবার পুরুলিয়া-কাঁথি
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Mar 08, 2021 | 12:15 PM

নয়া দিল্লি: ফের রাজ্যে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ দিনের মাথায় বাংলায় আসছেন তিনি। ৭ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করেন নমো। এবার সভাস্থল পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর। সূত্রের খবর, আগামী ১৮ মার্চ পুরুলিয়ায় সভা করবেন তিনি। একইসঙ্গে ২০ মার্চ পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও নির্বাচনী প্রচারে যেতে পারেন প্রধানমন্ত্রী।

‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে ঝাঁপিয়েছে বিজেপি। একাধিক কর্মসূচি, জনসভা, মিটিং-মিছিল করছে রাজ্যজুড়ে। শুধু বঙ্গ নেতৃত্বই নয়, আসছেন বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারা। সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বও। রবিবারই ব্রিগেডে সভা করে গিয়েছেন নমো।

আরও পড়ুন: West Bengal Election 2021 LIVE: আজ পদযাত্রায় মমতা, ১৮ মার্চ পুরুলিয়ায় মোদী

বিজেপি সূত্রে খবর, বাংলা জয়ের লক্ষ্যে রাজ্যে ২০টি জনসভা করবেন নরেন্দ্র মোদী। অমিত শাহ, জেপি নাড্ডার ক্ষেত্রে সে সংখ্যাটা ৫০-৫০। ইতিমধ্যেই মোদীর তিনটি সভা হয়ে গিয়েছে। হুগলির সাহাগঞ্জ, হলদিয়ার পর রবিবারই ব্রিগেডে সভা করেছেন তিনি। এবার সভা হবে ভোটের দফাকে মাথায় রেখে। প্রথম দফায় ২৭ মার্চ পুরুলিয়ার ৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।

তার আগে ১৮ মার্চ সেখানে সভা করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি প্রথম দফাতেই পূর্ব মেদিনীপুরের ৭ আসনে ভোট। এর মধ্যে উত্তর ও দক্ষিণ কাঁথিও রয়েছে। সূত্রের খবর, ২০ মার্চ সেখানে সভা করার সম্ভাবনা রয়েছে মোদীর।