বিজেপি কর্মীর ওপর হামলা, অভিযুক্ত আইএসএফ
ভোট আবহে (West Bengal Assembly Electyion 2021) বিজেপি (Bengal BJP) কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফের (ISF) বিরুদ্ধে।
উত্তর ২৪ পরগনা: ভোট আবহে (West Bengal Assembly Electyion 2021) বিজেপি (Bengal BJP) কর্মীকে মারধরের অভিযোগ উঠল আইএসএফের (ISF) বিরুদ্ধে। বসিরহাটের (Basirhat) হাসনাবাদ থানার তালপুকুর এলাকার জানমাহমুদপুর গ্রামের ঘটনা।
নির্বাচন সংক্রান্ত দলীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী আবু কালাম মণ্ডল। অভিযোগ, পথে আইএসএফ কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। রবিবার গভীর রাতে বাড়ি ফেরার সময় আবু কালাম মন্ডলকে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: পুকুরের পাশেই রাখা ছিল শুকনো জ্বালানি কাঠ, আচমকাই কেঁপে উঠল গোটা এলাকা!
আবু কালামের কাছ থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী তারক ঘোষের হয়ে দলীয় কাজ করে ফিরছিলেন তিনি। সেই সময়ই হামলা হয়। যদিও আইএসএফের পক্ষ থেকে পুরো বিষয়টা অস্বীকার করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত হাসনাবাদ থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। আইএসএফ নেতৃত্বের বক্তব্য, এটা কোনও অরাজনৈতিক কারণে হতে পারে। এর সঙ্গে তাদের কোনও যোগ নেই।