কলকাতা: তৃতীয় দফার ভোটে দফায় দফায় উত্তপ্ত হল উলুবেড়িয়া। তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম, ভিভিপ্যাট উদ্ধারের ঘটনায় জল যে অনেক দূর গড়াবে, তা সকালেই আঁচ করতে পেরেছিলেন (West Bengal Assembly Election 2021) রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাই হল! বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কোপ পড়ল পুলিশের ঘাড়েও। তার আগে অবশ্য গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সেক্টর অফিসারকেও। বেলা বাড়তে এক বিজেপি কর্মীকে তলোয়ার দিয়ে রক্তাক্ত করার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। অন্যদিকে আবার আরামবাগে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ-এর গ্রামবাসীদের তাড়া খাওয়া নিয়ে মুখ খোলেন স্বামী বিজেপি নেতা সৌমিত্র খাঁ। অন্যদিকে আবার আহত দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে ‘আক্রান্ত’ হতে হল উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এক নজরে দেখে নেওয়া যাক ভোট বঙ্গের কোলাজ…
প্রথম দু’দফায় মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তৃতীয় দফা থেকেই ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে পরিস্থিতি। সকাল থেকে একের পর এক ঘটনাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। এ বার আহত দলীয় কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে ‘আক্রান্ত’ হতে হল উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে। পাপিয়াকে মারধরেরব পাশাপাশি শারীরিকভাবে নিগ্রহের অভিযোগও উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
আরও পড়ুন: ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী পাপিয়া, শারীরিক নিগ্রহেরও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তৃতীয় দফার ভোট শুরু হওয়ার পর সকাল থেকেই শিরোনামে সুজাতা খাঁ। আরামবাগের পারুলের একটি গ্রামে গেলে সেখানকার বিজেপি কর্মীরা তাঁকে বাঁশ নিয়ে তাড়া করে বলে অভিযোগ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। সুজাতার স্বামী তথা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছেন, এলাকার মানুষকে হুমকি দিয়েছেন সুজাতা। সেই ক্ষোভের বহিঃপ্রকাশই দেখা গিয়েছে পারুলের এই ঘটনায়। অন্যদিকে গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এ দিন বাঁশ নিয়ে বিজেপি কর্মীদের তাড়া খাওয়ার পর বিস্ফোরক অভিযোগ করেন সুজাতা। তাঁর দাবি, এলাকার পুলিশ পুরোপুরি বিজেপির হয়ে ভোট করাচ্ছে। তাঁকে প্রচণ্ড মারধর করা হয়েছে, এমনকি অশ্রাব্য ভাষায় গালাগালিও করা হয়েছে বলে অভিযোগ। দ্বিতীয়বার তিনি যখন গ্রামে ঢোকার চেষ্টা করেন তখনও তাঁকে তাড়া করা হয় বলে বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর।
আরও পড়ুন: ‘তৃণমূল একটা পাপ, হুমকি দেওয়ার ক্ষমতা কে দিয়েছে সুজাতাকে?’ পালটা তোপ সৌমিত্রর
বিজেপি (BJP) কর্মীর উপর তলোয়ার নিয়ে হামলার অভিযোগ। তৃতীয় দফার ভোটে মঙ্গলবার ফের ভোট হিংসায় উত্তপ্ত উলুবেড়িয়া। দক্ষিণ উলুবেড়িয়ায় আক্রান্ত হন সুশান্ত মণ্ডল নামে ওই বিজেপি কর্মী। তাঁকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, রক্তে ভাসছিল সারা শরীর। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সুশান্ত মণ্ডলের পরিবার। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার নবগ্রাম গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। বুথে ভোট দিতে যাচ্ছিলেন ৪৫ বছরের বিজেপি কর্মী সুশান্ত মণ্ডল। অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর পরই তাঁকে তৃণমূলের লোকজন ভোট দিতে না যাওয়ার কথা বলেন। কিন্তু তিনি সে বাধা না মেনেই বুথের দিকে এগিয়ে যান। পথে আরও একবার বাধার সম্মুখীন হন। অভিযোগ, সব বাধা পার করে যখন সুশান্ত বুথে ঢুকতে যান, তাঁর উপর ধারাল তলোয়ার নিয়ে হামলা চালান তৃণমূলের লোকজন।
আরও পড়ুন: ‘বুথে যেতে দেব না’ বলেই তলোয়ারের কোপ বিজেপি কর্মীকে
তৃণমূল নেতার বাড়িতে EVM নিয়ে ঘুম! কোপ গিয়ে পড়ল পুলিশের ঘাড়েই
উলুূবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম উদ্ধারের ঘটনায় সিআইডি হাওড়া রুরাল এসআই সুজিত চক্রবর্তীকে সাসপেন্ড করল কমিশন। তাঁর উর্দি ও আর্মস জমা দিতে বলা হয়েছে। এদিকে, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সেক্টর অফিসারকেও। তাঁকে প্রথমে সাসপেন্ড করা হয়। সঞ্জীব মজুমদার ও মিঠুন চক্রবর্তী নামে দু’জন সহকারি সেক্টর অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে। হাওড়ার উলুবেড়িয়ার তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম ও ভিভিপ্যাট উদ্ধারের ঘটনায় তোলপাড় পড়ে যায়। তৃণমূলনেতার বক্তব্য, সেক্টর অফিসার সারা দিন কাজের শেষে তাঁর বাড়িতে বিশ্রাম নিতে গিয়েছিলেন। আর সেক্টর অফিসারের তপন সরকারের বক্তব্য, তিনি ক্লান্ত ছিলেন। এই কাজ করা কখনই ঠিক হয়নি বলেও স্বীকার করেছেন তিনি।
ভাতের হাঁড়িতে লাথি, বাঁশ হাতে সুজাতা খাঁকে তাড়া!
সকালে প্রথমে উত্তেজনা ছড়ায় সুজাতার একটি অভিযোগ ঘিরে। বুথে বুথে ঘুরে আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ অভিযোগ করতে থাকেন, কেন্দ্রীয় বাহিনী তাদের কর্তব্য ঠিকঠাক পালন করছেন না। এই নিয়ে তাঁকে শাসাতেও দেখা যায় একাধিকবার। উত্তেজনা চরমে পৌঁছয় যখন সুজাতা ২৬৩ নম্বর বুথে যান। তখনই গ্রামবাসীরা রীতিমতো তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পাল্টা চিৎকার করতে দেখা যায় সুজাতাকেও। এরপরই নজিরবিহীনভাবে সুজাতার পিছনে বাঁশ নিয়ে তেড়ে যান গ্রামবাসীরা। চার-পাঁচ জন গ্রামবাসী সুজাতার পিছনে বাঁশ হাতে দৌড়াতে থাকেন। ধান খেত দিয়ে দুই সঙ্গীকে বগলদাবা করে উর্ধ্বশ্বাসে
দৌড়াতে থাকেন সুজাতা। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। এলাকাবাসীদের পাল্টা অভিযোগ, গ্রামের বাড়ি বাড়ি ঢুকে সুজাতা সকলে শাসাচ্ছিলেন। এমনকি একটি বাড়িতে ঢুকে ভাতের হাঁঁড়িতে লাথিও মেরেছেন তিনি। বাধা দেওয়ায় এক মহিলাকে মেরে সুজাতা হাত ভেঙে দিয়েছেন বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা। এই ঘটনাতেও রিপোর্ট তলব করেছে কমিশন।
সাংবাদিক দেখেই কেঁদে উঠলেন অন্তঃসত্ত্বা! শেয়ার করলেন ভয়াবহ অভিজ্ঞতা
‘বাড়ি থেকে বেরোলে, বাড়িতে এসেই তোমার ব্যবস্থা করে যাব…’ ভোটের ঠিক আগের রাতেই ফাঁকা বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বা মহিলাকে ঠিক এই ভাষাতেই শাসিয়ে গেলেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ ঘিরে তোলপাড় বারুইপুর পূর্ব বিধানসভার দক্ষিণ বেলেগাছির কানাপাড়া এলাকা। বেলা ১১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আতঙ্কে ওই এলাকার একটা অংশের কোনও বাসিন্দাই ভয়ে ভোট দিতে যাননি।
ইভিএম তুলে নিজের বাড়িতে নিয়ে গেলেন তৃণমূল নেতা!
ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই ইভিএম (EVM) তুলে নিজের বাড়ি নিয়ে চলে গেলেন তৃণমূল (TMC) নেতা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা হাওড়ার উলুবেড়িয়ায় (Uluveria)। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ। পরে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় ইভিএম, ভিভি প্যাড। এই ঘটনায় সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। উদ্ধার হওয়া ইভিএম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় সিইও-র কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
ভোটের আগেই মধ্য রাতে ‘খুন’ বিজেপি কর্মীর স্ত্রী
প্রথমে বন্দুকের বাঁট দিয়ে আঘাত, বুকে বেপরোয়া লাথি, তারপর সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। অতঃপর মৃত্যু। ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই রাজনৈতিক হিংসার বলি বিজেপি (Bengal BJP) কর্মীর স্ত্রী। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা গোঘাটের বদনগঞ্জ এলাকায়। অভিযোগের তির তৃণমূলের দিকে। মৃত গৃহবধূর নাম মাধবী আদক (৪৩)। বিজেপির অভিযোগ, সোমবার রাত থেকে গোঘাটের বিভিন্ন এলাকায় পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর থেকে বেশ কিছু দুষ্কৃতী ঢোকে। তারা এই আদক পাড়ায় আক্রমণ চালায়।
কিশোরীর মুখ চেপে জঙ্গলে টেনে নিয়ে গেলেন জওয়ান!
দশম শ্রেণির ছাত্রীকে মুখ চেপে ধরে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ খোদ জওয়ানের বিরুদ্ধে। ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই ভয়ঙ্করকাণ্ড তারকেশ্বরে। তারকেশ্বরের ১৫৮ নম্বর বুথে ৮ জন জওয়ান ভোটের দায়িত্বে এসেছিলেন। সোমবার রাতে ওই এলাকারই বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী তার বন্ধুর বাড়িতে যাচ্ছিল। স্কুলের সামনের রাস্তা ফাঁকাই ছিল। সে সময় বুথের বাইরে হাঁটাচলা করছিলেন অভিযুক্ত জওয়ান। অভিযোগ, ওই জওয়ান ছাত্রীর মুখ চেপে ধরে রাস্তা থেকে টেনে পাশে জঙ্গলের দিকে নিয়ে যান। কিন্তু ছাত্রী কোনওভাবে জওয়ানের হাত সরিয়ে চিৎকার শুরু করে। তখনও গ্রামবাসীরা ছুটে আসেন। অভিযুক্ত জওয়ানকে হাতেনাতে ধরে জুতোপেটা শুরু করে উত্তেজিত জনতা।
বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, উড়ল ছাদ
ভোটের আগের (West Bengal Assembly Election 2021) রাতেই বিজেপি (Bengal BJP) কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। অভিঘাতে উড়ে যায় বাড়ির চাল। ঘটনাকে ঘিরে উত্তেজনা তারকেশ্বর (Tarakeswar) বিধানসভার ভান্ডারহাটি এলাকায়। তারকেশ্বর বিধানসভার ভান্ডারহাটি ২ নং অঞ্চলের ৫৩ নম্বর বুথের বিজেপি কর্মী সৌমেন চৌধুরীর বাড়িতে হামলা হয়। অভিযোগ, প্রথমে সৌমেন ও তাঁর মাকে মারধর করা হয়। এরপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমাবাজির ফলে ঘরের চাল উড়ে যায়।
বাড়িতে ঢুকে বিজেপি কর্মীর পায়ে চপারের কোপ!
ভোট (West Bengal Assembly Election 2021) শুরু আগেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning Paschim)। বিজেপি (Bengal BJP) কর্মীর বাড়িতে ঢুকে বেধড়ক মারধর। চপার দিয়ে পায়ে কোপ। অভিযোগ ঘিরে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের হিনচে খালি গ্রামে ব্যাপক উত্তেজনা।
ভোট দিতে ফল ভালো হবে না, হুমকি দেওয়া হল গর্ভবতী মহিলাকেও
ভোট দিতে গেলে দেখে নেওয়া হবে। রাতেই ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় দফা ভোটের আগে এভাবেই বাড়িতে এসে হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গর্ভবতী মহিলাকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূল নেতারা তাণ্ডব চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।