Candidate List West Bengal Election 2021: শালবনিতে সুশান্ত, রানিবাঁধে দেবলীনা, ঝাড়গ্রামে মধুজা
একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) সংযুক্ত মোর্চার তথা বামফ্রন্ট কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটের বাম প্রার্থীদের নাম ঘোষণা।
কলকাতা: একুশের নির্বাচনে (West Bengal Assembly Election 2021) সংযুক্ত মোর্চার তথা বামফ্রন্ট কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোটের বাম প্রার্থীদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেন বামেরা। আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্টের নেতৃত্বের পাশাপাশি ছিলেন কংগ্রেস ও আইএসএফ নেতৃত্বও।
LIVE NEWS & UPDATES
-
সিপিআইএম-এর প্রার্থী তালিকা
গোসাবা (তপঃ): সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের আরএসপি প্রার্থী অনিন্দ্যচন্দ্র মণ্ডল পাথরপ্রতিমা: জাতীয় কংগ্রেস কাকদ্বীপ: জাতীয় কংগ্রেস সাগর: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী ড. মুকুলেশ্বর রহমান তমলুক: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী গৌতম পণ্ডা পাঁশকুড়া পূর্ব: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী শেখ ইব্রাহিম আলি পাঁশকুড়া পশ্চিম: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআই প্রার্থী চিত্তদাস ঠাকুর
-
কোন কোন কেন্দ্রে প্রার্থী দিচ্ছে আইএসএফ?
রঘুনাথপুর (তপঃ): আইএসএফ শালতোড়া: আইএসএফ ছাতনা: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের আরএসপি প্রার্থী ফাল্গুনী মুখোপাধ্যায় রানিবাঁধ (তপঃ উপঃ): সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী দেবলীনা হেমব্রম রায়পুর (তপঃ উপঃ): আইএসএফ
-
-
কোন কোন কেন্দ্রে থাকছেন কংগ্রেসের প্রার্থী?
মেদিনীপুর: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআই প্রার্থী তরুণকুমার ঘোষ বিনপুর (তপঃ উপঃ): সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী দিবাকর হাঁসদা বান্দোয়ান (তপঃ উপঃ): সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী সুশান্ত ব্য়েশড়া বলরামপুর: জাতীয় কংগ্রেস বাঘমুণ্ডি: জাতীয় কংগ্রেস জয়পুর: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থী ধীরেন মাহাতো পুরুলিয়া: জাতীয় কংগ্রেস মানবাজার (তপঃ উপঃ): সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী যামিনীকান্ত মাণ্ডি কাশীপুর: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী মল্লিকা মাহাতো পাড়া (তপঃ): সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী স্বপন বাউড়ি
-
কোন আসনে তপশিলি প্রার্থী? কোথায় টিকিট পেলেন সুশান্ত ঘোষ?
দাঁতন: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআই প্রার্থী শিশির পাত্র নয়াগ্রাম (তপঃ উপঃ): সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হরিপদ সোরেন ঝাড়গ্রাম (জেলা): গোপীবল্লভপুর ঝাড়গ্রাম জেলায় সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী প্রশান্ত দাস ঝাড়গ্রাম: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী মধুজা সেন রায় কেশিয়ারি (তপঃ উপঃ): সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআই প্রার্থী শেখ সাদ্দাম আলি শালবনি: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষ
-
এক নজরে সিপিআইএম প্রার্থীর তালিকা
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “আমরা যে প্রার্থী তালিকা এখন প্রকাশ করছি। তবে কোন কোনও ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেগুলি আমি উল্লেখ করে যাব, তবে এর চেয়ে বেশি কোনও মন্তব্য করতে পারব না। যে রকম পটাশপুর।”
পটাশপুর: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী সৈকত গিরি কাঁথি উত্তর: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী সুতনু মাইতি ভগবানপুর: কংগ্রেস দল খেজুরি তপন: সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী হিমাংশু দাস কাঁথি দক্ষিণ:সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআই প্রার্থী অনুরূপ পাণ্ডা রামনগর: সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআই প্রার্থী সব্যসাচী জানা এগরা: এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
-
Published On - Mar 05,2021 6:19 PM